বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম সরি ফিলিংস নেই। এখনও হুমকি-ধামকি অব্যাহত আছে। তিনি বলেন, ৫ আগস্টের পরে সবচেয়ে স্বাধীনতা ভোগ করছে আওয়ামী লীগ। তাদের কমেন্ট দেখলেই বোঝা যায়। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে কমেন্টে হুমকি ধামকির স্বাধীনতা উপভোগ করছে। তবে পরবর্তী বাংলাদেশটা আমাদের। আমরা যারা ফ্যাসিবাদ উৎখাত করেছি এই বাংলাদেশটা আমাদের। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে লাইভে এসে এসব কথা বলেন হাসনাত। এ সময় তিনি কোনো জাতীয় সম্পদের ক্ষতি না করার আহ্বান জানিয়ে বলেন, ৩২ নম্বরের বাড়ি ৫ আগস্টেই ধূলিসাৎ করে দেওয়া উচিত ছিল, যেটা পরবর্তীকালে স্বতঃস্ফূর্তভাবে সবাই করেছে। সচিব-আমলাদের প্রতি ক্ষোভ ঝেড়ে হাসনাত বলেন, আওয়ামী লীগ আপনাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আপনারা জনগণের সেবা...
এখন পর্যন্ত আ. লীগের মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই: হাসনাত আবদুল্লাহ
অনলাইন ডেস্ক
![এখন পর্যন্ত আ. লীগের মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই: হাসনাত আবদুল্লাহ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738940888-ef7eca52fb54f53edb927e190da235e2.jpg?w=1920&q=100)
দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখযোগ্য: সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক
![দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখযোগ্য: সেনাপ্রধান](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738939321-690525da7165fb6e22ef9b136f872cb7.jpg?w=1920&q=100)
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ক্যাডেটদেরসার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেছেন, দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখযোগ্য। আজ শুক্রবার চট্টগ্রামে অবস্থিত ফৌজদারহাট ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের নিয়ে তিন দিনব্যাপী পুনর্মিলনী আয়োজনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের নিয়ে তিনব্যাপী পুনর্মিলনীর আয়োজন করেছে প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশন (ওফা)।(ওফা)র জমকালো আয়োজনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান(এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি)। এসময় প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল মো. মাসুদুর রহমান (এনডিসি, পিএসসি), কলেজ অধ্যক্ষ...
ম্যারাথন উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
প্রেস বিজ্ঞপ্তি
![ম্যারাথন উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738936792-0ad7c6d16e562b249ede1e03e4728334.jpg?w=1920&q=100)
আগামীকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে "ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫"। এ উপলক্ষে প্রগতি সরণি হতে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি আজ (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা হতে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। উক্ত সময়ে এই মহাসড়কে গমনাগমনের জন্য সকল যানবাহনকে দক্ষিণ দিকের চার লেন সড়ক (কাঞ্চন ব্রিজ অভিমুখে) এবং সার্ভিস সড়ক (কাঞ্চন ব্রিজ হতে প্রগতি সরণির অভিমুখে) ব্যবহারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো। news24bd.tv/NS
সত্য বলার সাহসিকতাই সাংবাদিকতার মূলমন্ত্র: কাদের গনি চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, সত্য বলার সাহসিকতাই সাংবাদিকতার মূলমন্ত্র। গণমাধ্যমের জন্য দরকার সৎ, সত্যনিষ্ঠ, পক্ষপাতমুক্ত সাংবাদিকতা। বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এসবের বড্ড অভাব পরিলক্ষিত হচ্ছে। তিনি বলেন, গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয়। আর জনগণের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়। তাই গণমাধ্যমকে পরাজিত হতে দেওয়া যাবে না। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব বলেন। কাকরাইলস্থ নিরাপদ সড়ক আন্দোলন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নিরাপদ নিউজের প্রধান সম্পাদক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর