বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে ফরচুন বরিশালকে বিশাল রানের মাইলফলক ছুড়ে দিয়েছে চিটাগং কিংস। দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে দারুণ ব্যাটিং উপহার দিয়েছে চিটাগং। বিপিএল ইতিহাসে রেকর্ডগড়া উদ্বোধনী জুটি গড়েছেন পারভেজ হোসেন ইমন ও খাজা নাফি। দুজনের ফিফটিতে ভর করে ফরচুন বরিশালকে ১৯৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চিটাগং। মিরপর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ব্যাট হাতে চিটাগংকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার। বিপিএল ফাইনালের ইতিহাসে প্রথমবার কোনো উদ্বোধনী জুটিতে তারা দলীয় সেঞ্চুরি এনে দেন। যদিও তাদের চূড়ান্ত পুঁজিটা আরও বড় হতে পারত। শেষদিকে বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ে চিটাগং থেমেছে বিপিএল ফাইনালের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ১৯৪ রানে। এর আগে বিপিএলের ফাইনালে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ২০১৭ আসরে। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে...
ফাইনালে রেকর্ডগড়া ওপেনিং জুটিতে চিটাগংয়ের বড় পুঁজি
অনলাইন ডেস্ক
![ফাইনালে রেকর্ডগড়া ওপেনিং জুটিতে চিটাগংয়ের বড় পুঁজি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738936796-37a61e1a35db135d5c59734f44a389eb.jpg?w=1920&q=100)
বিপিএল ফাইনাল: টসে জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠালো বরিশাল
অনলাইন ডেস্ক
![বিপিএল ফাইনাল: টসে জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠালো বরিশাল](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738929006-6ce9aefc7b671c6ba31069ac6bd8a6af.jpg?w=1920&q=100)
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরেআর কিছুক্ষণের মধ্যেফাইনালে মুখোমুখিহতে যাচ্ছে শক্তিশালীফরচুন বরিশাল ও চিটাগং কিংস। টানা দ্বিতীয় আসরের শিরোপা জয়ের লক্ষে টসে জিতেছে তামিম ইকবালের বরিশাল। যদিও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ আজকে আগে ব্যাট করবে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন চিটাগংকে। আজ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এ নিয়ে টানা দ্বিতীয় আসরের ফাইনাল খেলছে বরিশাল। সবমিলিয়ে সবশেষ চার মৌসুমে এটি তাদের তৃতীয় ফাইনাল। অন্যদিকে, ২০১৩ সালে বিপিএলের ফাইনালে খেলেছিল চিটাগং কিংস। সেবার হতাশা নিয়ে ফিরলেও এবার সেই আক্ষেপ ঘুচাতে চায় শামিম-ইমন-খালেদরা। অন্যদিকে, তামিমের সামনে রয়েছে অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়ে যৌথভাবে রেকর্ড গড়ার সুযোগ। ফাইনালের...
বন্ধুকে বিদায়ী বার্তা রোনালদোর
অনলাইন ডেস্ক
![বন্ধুকে বিদায়ী বার্তা রোনালদোর](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738922641-dd92b2b547593bced9d02d766e0c49ab.jpg?w=1920&q=100)
রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লেফট ব্যাক মার্সেলো ফুটবলকে বিদায় জানানোর পর তাঁকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৃহসাপতিবার (৬ ফেব্রুয়ারি) মার্সেলোকে জীবনের সহচর হিসেবে উল্লেখ করেন তিনি। রোনালদোর ভেরিফায়েড এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা বার্তায় বলা হয়, আমার ভাই, কী অবিশ্বাস্য ক্যারিয়ার! আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি, বছরের পর বছর ধরে সাফল্য, জয় এবং অবিস্মরণীয় মুহূর্ত আছে। তুমি সতীর্থের চেয়েও বেশি, আজীবন একজন সঙ্গী। সবকিছুর জন্য ধন্যবাদ বন্ধু। জীবনের নতুন মঞ্চে তোমার সব রকম ভালো কামনা করছি। টেকনিক্যাল দক্ষতা ও আক্রমণাত্মক খেলার জন্য পরিচিত এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার ১৫ বছর রিয়াল মাদ্রিদে কাটিয়ে ২৫টি শিরোপা জয় করেছেন। তার ঝুলিতে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি লা লিগা এবং দুটি কোপা দেল রে...
মেক্সিকোর ক্লাবে যোগ দিলেন রামোস
অনলাইন ডেস্ক
![মেক্সিকোর ক্লাবে যোগ দিলেন রামোস](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738918132-8db83ca5f0bd78b10070ff7b4d740d1e.jpg?w=1920&q=100)
রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজি হয়ে সেভিয়া গিয়েছিলেন। সেই ক্লাব ছেড়ে অনিশ্চয়তায় দিন কেটেছিল সের্হিও রামোসের। তবে এবার সেটি কাটলো। ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন রিয়ালের এই কিংবদন্তি ডিফেন্ডার। এক বছরের চুক্তিতে যোগ দিয়েছেন মেক্সিকোর ক্লাব মন্তেরেইতে। গত জুনে সেভিয়া ছাড়েন রামোস। এরপর নানা গুঞ্জন ওঠে। এমনকি জানা যায় রিয়ালে ফিরবেন তিনি অথবা ক্যারিয়ার শেষের পথে হাঁটবেন। কিন্তু সব মিথ্যা প্রমাণিত হয়েছে। ২০০৫ সালে রিয়ালে যোগ দেওয়া এই তারকা দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন। দায়িত্ব পান অধিনায়কত্বেরও। ক্লাবটির হয়ে জেতেন পাঁচটি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি ক্লাব বিশ্বকাপ। সর্বমোট ২২টি শিরোপা জেতেন তিনি। ২০২১ সালে রিয়াল ছেড়ে পিএসজিতে যোগ দেন রামোস। সেখানে দুই বছর কাটান। জেহতেন দুটি লিগ শিরোপা। পরে ফিরে আসেন সেভিয়াতে। সেখানে খুব...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর