চার দিনের সফরে বাংলাদেশে আসা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে শনিবার (১৫ মার্চ) বৈঠকে বসবে বিএনপি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুপুর ১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। ধারণা করা হচ্ছে, বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে আলোচনা হতে পারে। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় উখিয়ায় আয়োজিত ইফতার অনুষ্ঠানে তারা অংশ নেন জাতিসংঘ মহাসচিব। এর আগে, দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার পৌঁছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকা পৌঁছান। হযরত শাহজালাল...
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে শনিবার বৈঠকে বসবে বিএনপি
অনলাইন ডেস্ক

‘রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণে ব্যর্থ হয়েছে’
অনলাইন ডেস্ক

রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৪ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির বলেন, রাজনীতিবিদদের সমালোচনা করতে বাধা নেই। তবে সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ। বিগত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের স্তম্ভগুলো অকেজো করে দিয়েছে এমন অভিযোগের পাশাপাশি, ছাত্র-জনতার জুলাই আন্দোলনসহ দেশের সমসায়িক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। আরও পড়ুন ড. ইউনূসের চীন সফরে মোদি থ! ১৩ মার্চ, ২০২৫ একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশুর কথা তুলে ধরে তিনি বলেন, গোটা জাতির মুখকে ছিন্নভিন্ন করে চেলে গেছে...
এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন: সারজিস
অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন। শুক্রবার (১৪ মার্চ) ঢাকায় পঞ্চগড় জেলা সমিতির ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় সারজিস বলেন, পঞ্চগড়কে এগিয়ে নেওয়া যায় কিভাবে, সে বিষয়ে পরিকল্পনা করব এবং ঐক্যবদ্ধভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করব। তিনি বলেন, পঞ্চগড়ে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অসাদুপায় অবলম্বনের অভিযোগ থাকলে জানাবেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে তাদের পরিবর্তন করব। পঞ্চগড়বাসীর উদ্দেশে সারজিস বলেন, আসুন আমরা একসঙ্গে কাজ করি। আমাদের দল-মত আলাদা হলেও আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে পঞ্চগড়ের উন্নয়ন করা সম্ভব। News24d.tv/AH
দেশে ধর্ষণ এখন মানসিক রোগে পরিণত হয়েছে : আফরোজা আব্বাস
অনলাইন ডেস্ক

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, দেশে ধর্ষণ এখন মানসিক রোগে পরিণত হয়েছে। আমরা চাই, মাগুরার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। শুক্রবার (১৪ মার্চ) সকালে ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া মাগুরার শিশুটির পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আফরোজা আব্বাস বলেন, মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছে। শুরু থেকেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই পরিবারের দায়িত্ব নিয়েছেন। আমরা শিশুটির ন্যায়বিচারের পক্ষে মাঠে নেমেছি। আরও পড়ুন ড. ইউনূসের চীন সফরে মোদি থ! ১৩ মার্চ, ২০২৫ তিনি বলেন, খালেদা জিয়ার সময় একটি ধর্ষণের বিচারে মনিরকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই ঘটনা যদি চলমান থাকত তাহলে এমনটা হতো না। আমরা শিশুটির পরিবারকে আর্থিক সহায়তার...