অপারেশন ডেভিল হান্টে বাগেরহাটে রাতভর যৌথ অভিযানে মোংলা পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতভর কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ এর সমন্বয়ে জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চলে। এসময় ১টি দুইনলা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড গুলিসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকর্মীকে আটক করা হয়। বাগেরহাটে যৌথ অভিযানে আটকদের মধ্যে অস্ত্র ও গুলিসহ মোংলা উপজেলায় ৬ জন, সদর উপজেলায় ২ জন, ফকিরহাটে ২ জন, মোল্লাহাটে ১ জন, কচুয়ায় ২ জন ও মোরেলগঞ্জ উপজেলায় ৩ জনকে আটক করা হয়। এর মধ্যে আটক শফিকুর রহমান মোংলা পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র ছিলেন। news24bd.tv/তৌহিদ
বাগেরহাটে অস্ত্রসহ আ.লীগের ১৬ নেতাকর্মী আটক
অনলাইন ডেস্ক
টেকনাফে নির্মাণ সামগ্রী পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
অনলাইন ডেস্ক
কক্সবাজারের টেকনাফে ভবন নির্মাণে ঢালাইয়ের কাজে ব্যবহৃত পিলারের কভার বক্সের আঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী আকবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিহত জকির আহমেদ (৩২) একই এলাকার বাচা মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে হ্নীলা স্টেশন থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে করে জকির আহমেদসহ আরও ২-৩ জন শ্রমিক কিছু নির্মাণ সামগ্রী নিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে তাদের বহনকারী গাড়িটি হোয়াইক্যং রাস্তার মাথা থেকে আলী আকবর পাড়া রাস্তার দিকে মোড় নেওয়ার সময় প্রচণ্ড ঝাঁকুনি দেয়। এ সময় জকির আহমেদ গাড়ির ছাদে রাখা মালামাল দেখার জন্য মাথা বের করেন। একপর্যায়ে গাড়ির ছাদ থেকে ভবন নির্মাণকাজে ব্যবহৃত পিলারের কভার বক্স তার মাথার ওপর পড়ে। এতে তিনি...
সাভারে অপারেশন ডেভিল হান্ট অভিযানে কুটি মোল্লাসহ ১৪ আসামি গ্রেপ্তার
নাজমুল হুদা, সাভার :
সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে চালিত ডেভিল হান্ট অপারেশনে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম রাজিবের মামা কুটি মোল্লাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল মো. শাহীনুর কবিরের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মো. জুয়েল মিঞার নেতৃত্বে সাভার মডেল থানার একটি বিশেষ টিম সোমবার রাতে ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে ১৪ আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. দেলোয়ার হোসেনকে (৫৭) মুক্তির মোড় থেকে,...
এক ঝাঁক মৌমাছি কেড়ে নিল কৃষকের প্রাণ
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে মৌমাছির কামড়ে এক কৃষক মারা গেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সগুনা কালিবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। ওই কৃষকের নাম আনছর আলী (৪২)। তিনি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের জোকনালা গ্রামের সাদেক আলী সরকারের ছেলে। স্থানীয়রা জানিয়েছে, আনছার আলী বিকালে ধানের চারা তোলার জন্য জমিতে যাচ্ছিলেন। ওই এলাকায় পৌঁছালে একদল মৌমাছি তাকে আক্রমণ করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মোফাখখারুল ইসলাম জানান, মৌমাছির আক্রমণের শিকার আনছার আলীকে হাসপাতালে আনা হলে আমরা মৃত অবস্থায় পাই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর