হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও পাঁচদফা দাবিতে প্রাইভেট প্র্যাকটিস এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) সামনে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে এ ঘোষণা দেন চিকিৎসকরা। রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু বলেন, পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজশাহীর চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। আগামীকাল হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর পরবর্তী কর্মসূচি দেয়া হবে। এর আগে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শুধু জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম চালু রেখে কমপ্লিট শাটডাউন কর্মসূচির পালন করে। এদিকে চিকিৎসকদের কর্মসূচির ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।...
রামেকে প্রাইভেট প্র্যাকটিস ও আউটডোর সেবা বন্ধের ঘোষণা
রাজশাহী প্রতিনিধি

রংপুরে পাঁচ বছর আগের হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
রংপুর প্রতিনিধি

রংপুরে পাঁচ বছর আগের একটি হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, রংপুরের কাউনিয়া উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল বাতেনের ছেলে শহিদুল ইসলাম, গদাধর গ্রামের আইয়ুব আলীর ছেলে রাসেল মিয়া, মহেশা গ্রামের শাহাজামালের ছেলে ইউনুস আলী এবং শ্যামপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া। এসময় তারা আদালতে উপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা গেছে, আসামি শহিদুল ইসলামের সঙ্গে মহেশা গ্রামের খোরশেদ আলমের পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। ২০২০ সালের ২০ মার্চ রাতে কাউনিয়ার ভরসা কোল্ড স্টোরেজ থেকে ডেকে এনে মহেশা গ্রামের মীরবাগ ডিগ্রি...
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সাড়ে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
গাজীপুর প্রতিনিধি

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় একটি কারখানার শ্রমিকরা ঢাকাময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, পরে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে এ পথে চলাচলকারী যাত্রী, চালক ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়ে। অনেকেই পায়ে হেঁটেই নিজ নিজ গন্তব্যে ফিরছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আশেপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, টঙ্গীতে বিএসআইএস অ্যাপারেলস নামের কারখানায় গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন গতকাল সোমবার দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত তারিখে বেতন পরিশোধ না করায় মঙ্গলবার সকালে আন্দোলনে নামেন শ্রমিকরা। এ সময় তারা বিক্ষোভ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে...
কৌশলে বাড়িতে নিয়ে কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার বাবা-ছেলে
অনলাইন ডেস্ক

কাপড় পরিষ্কারের জন্য মেয়েকে মুদি দোকানে পাঠিয়েছিলেন মা। দোকানি বলেছিলেন, দোকানে গুঁড়া সাবান নেই, বাড়িতে আছে। এভাবে কৌশলে দোকানদার বাড়িতে নিয়ে ১৫ বছরের ওই কিশোরীকে ধর্ষণ করেন দোকানি। তিনি চলে গেলে তার বাবা এসেও ওই কিশোরীকে ধর্ষণ করেন। বগুড়া সদরে গত (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনাটি ঘটে। আজ মঙ্গলবার (১১ মার্চ) সকালে র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনার পর রাজশাহীতে গ্রেপ্তার হয়েছেন মুদি দোকানি নাড়ু গোপাল (৩২)। তার বাড়ি বগুড়া সদর উপজেলার মোগলিশপুর গ্রামে। নাড়ু গোপালের বাবার নাম তুলসী দাস (৬০)। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২ ও র্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির যৌথ দল গতকাল সোমবার (১০ মার্চ) রাতে রাজশাহীর বাগমারা উপজেলার মাদারীগঞ্জ হাশিমপুর গ্রাম থেকে নাড়ু গোপালকে গ্রেপ্তার করে। র্যাব জানায়, ২৫...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর