স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেছেন, পুরো দেশের একটা সিস্টেমের পরিবর্তন চাই আমরা। আর যাতে দেশে কোনো আয়নাঘর তৈরি না হয়, সেইরকম সিস্টেম তৈরি করবো।
তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আমাদের অনেকগুলো পরিকল্পনা চলমান রয়েছে এবং যার অন্যতম একটি হলো ‘অপারেশন ডেভিল হান্ট’। যেখানে যৌথভাবে সকলে একটি নির্দিষ্ট পন্থায় কাজ করা হচ্ছে। যতদিন প্রয়োজন ডেভিল হান্ট চলবে বলেও জানান সচিব।
রোববার (৯ ফেব্রুয়ারি) ‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব বলেন নাসিমুল গনি। এসময় তিনি আরও বলেন, আগে যেভাবে অপারেশন করা হতো সেভাবে করা যাবে না। এক্ষেত্রে মানবাধিকারের বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশ বাহিনীর মোরাল ক্ষয়ক্ষতি হয়েছে। থানা পুড়ে গেছে। এজন্য সেনাবাহিনী সহায়তা করছে। যারা পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে তারা সবাই গ্রেপ্তারের আওতায় আসবে।