ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ের গার্ডেন সিটি বহুতল ভবনে অভিযান চালিয়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মির (আরসা) চার সদস্যকে আটক করেছে র্যাব। আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী এবং দুটি শিশু রয়েছে। সোমবার (১৭ মার্চ) রাতে ভবনের ১০ তলার এ-ব্লক থেকে তাদের আটক করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। তবে অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব কর্মকর্তারা এ বিষয়ে কোনো বক্তব্য দেননি এবং দ্রুত আটক ব্যক্তিদের গাড়িতে তুলে স্থান ত্যাগ করেন। অভিযানের আগে রাত পৌনে ২টার দিকে র্যাব সদস্যরা ভবনের সামনে অবস্থান নেয় এবং পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। অভিযান চলাকালে কী ধরনের আলামত জব্দ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।...
ময়মনসিংহে র্যাবের হাতে আরসার চার সদস্য আটক
অনলাইন ডেস্ক

উখিয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে রোহিঙ্গা যুবক হত্যা
অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে সন্ত্রাসী হামলায় হাবিজুল রহমান ওরফে চিকন আলী হারুন (৩২) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ক্যাম্পের ই-৩ ব্লক ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানায় এ ঘটনা ঘটে। নিহত হাবিজুল রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সক্রিয় সদস্য ছিলেন বলে পুলিশ জানিয়েছে। হামলায় মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা গোষ্ঠীর সদস্যরা জড়িত বলে জানা গেছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, উখিয়া আশ্রয় শিবিরের পালংখালী এলাকার হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ই-৩ ব্লক ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানায় মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা গোষ্ঠীর কয়েকজন সদস্য হাবিজুলের ওপর হামলা করে। তারা হাফিজুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে...
র্যাব পরিচয়ে চাঁদা নিতে এসে অবসরপ্রাপ্ত আনসার সদস্য গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের মির্জাপুরে র্যাব সদস্য পরিচয়ে চাঁদা নিতে গিয়ে অবসরপ্রাপ্ত আনসার সদস্য হানিফ খান (৪৫) গ্রেপ্তার হয়েছেন। রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার তরফপুর ইউনিয়নের চকবাজার এলাকায় তিনি এক হত্যা মামলার আসামির কাছ থেকে ৩০ হাজার টাকা দাবি করলে স্থানীয়রা সন্দেহ করে তাকে আটক করে। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। পুলিশের তদন্তে তিনি অবসরপ্রাপ্ত আনসার সদস্য বলে স্বীকার করেছেন। হানিফ খান টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বক্তার খানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত আনসার সদস্য হানিফ খান মির্জাপুর উপজেলার তরফপুর চকবাজার এলাকায় একটি গুম ও হত্যা মামলার তদন্ত করতে যান। একপর্যায়ে তিনি কৌশলে মামলার আসামির কাছে চাঁদা দাবি করেন। এ সময় তিনি ৩০ হাজার টাকায় হত্যা মামলা নিষ্পত্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিষয়টি নিয়ে...
সেই প্রকৌশলীর জব্দ ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমার নির্দেশ
অনলাইন ডেস্ক

নাটোরের সিংড়ায় গাড়ি তল্লাশির সময় গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের গাড়ি থেকে জব্দ করা প্রায় ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৬ মার্চ) বিকেলে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এই আদেশ দেন। এই ঘটনায় দায়ের হওয়া সাধারণ ডায়েরির (জিডি) তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জব্দ করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ চেয়ে রোববার (১৭ মার্চ) দুপুরে আদালতে আবেদন করেন। তার প্রেক্ষিতে আদালতের বিচারক জব্দকৃত প্রায় ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেন। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক জানান, গত বৃহস্পতিবার রাত একটার দিকে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর