সিলেট নগরীর পীরমহল্লার প্রবাসী এক তরুণীর অশালীন, আপত্তিকর ও বিকৃত ছবি তৈরী করে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তরুণীর বাবার অভিযোগের প্রেক্ষিতে সোমবার (১০ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে মিন্টু দেবনাথ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে সিলেট মহানগর পুলিশ। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এয়ারপোর্ট থানার পশ্চিম পীরমহল্লার এক বাসিন্দার দুই মেয়ে স্বামী ও সন্তান নিয়ে ইংল্যান্ড থাকেন। সম্প্রতি প্রবাসে থাকা এক মেয়ের ছবি এডিট করে অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি তৈরী করে অপরিচিত মোবাইল থেকে ওই মেয়ে এবং তার পরিবারের সদস্যদের মোবাইলে হোয়াটস অ্যাপের মাধ্যমে ছবি গুলো পাঠানো হয়। একই সাথে বিভিন্ন আপত্তিকর ও কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়ে সামাজিক ও ব্যক্তি মর্যাদাহানি করার ভয় দেখিয়ে টাকা দাবি...
প্রবাসী তরুণীর আপত্তিকর ছবি তৈরী, অত:পর তরুণ গ্রেপ্তার
সিলেট প্রতিনিধি
![প্রবাসী তরুণীর আপত্তিকর ছবি তৈরী, অত:পর তরুণ গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739340126-1c2bda791b5550893b15fa541c52aa95.jpg?w=1920&q=100)
চট্টগ্রামে ‘কাপল ড্যান্স পার্টি’ থেকে আটক ২৫
অনলাইন ডেস্ক
![চট্টগ্রামে ‘কাপল ড্যান্স পার্টি’ থেকে আটক ২৫](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739339668-2f115dc09285680e99ca518cdde34739.jpg?w=1920&q=100)
চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানার ২ নম্বর গেট সংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টারের সপ্তম তলায় একটি অবৈধ অশ্লীল কাপল ড্যান্স পার্টিতে অভিযান চালিয়েনারী ও পুরুষসহ ২৫ জনকে আটক করা হয়েছে। অভিযানে আটককৃত একজনের কাছ থেকে ৭০ ক্যান অবৈধ মাদকদ্রব্য (বিয়ার) উদ্ধার করা হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান। তিনি বলেন, পাঁচলাইশ মডেল থানার ২ নম্বর গেট সংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টারে সপ্তম তলায় অবৈধ অশ্লীল কাপল ড্যান্স পার্টিতে অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। এ কর্মকর্তা আরও বলেন, অভিযানে নারী-পুরুষসহ সর্বমোট ২৫ জন আটক করা হয়েছে। এর মধ্যে একজনের কাছ থেকে ৭০ ক্যান অবৈধ মাদকদ্রব্য (বিয়ার) উদ্ধার...
আগুন লাগার সময় ঘরেই ছিলেন কাফির বাবা-মাসহ ৬ জন, যেভাবে বাঁচলেন
অনলাইন ডেস্ক
![আগুন লাগার সময় ঘরেই ছিলেন কাফির বাবা-মাসহ ৬ জন, যেভাবে বাঁচলেন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739339395-ac161a15e197e049fee692b2758d3fd7.jpg?w=1920&q=100)
কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ওই সময়ে তার পরিবার, যার মধ্যে মা-বাবাসহ মোট ছয়জন সদস্য ঘরের মধ্যে অবস্থান করছিলেন। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলাপাড়া পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কাফি অভিযোগ করেন, ঘটনাটি একটি সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে তার বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ বিষয়ে কাফির বাবা, মাওলানা মো. এ বি এম হাবিবুর রহমান বলেন, বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন দেওয়া হয়। আমাদের আগুনে পুড়িয়ে মারার জন্যই এমন...
আগুনে পুড়ে ছাই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি
অনলাইন ডেস্ক
![আগুনে পুড়ে ছাই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739338915-3dffa4d23630669beee831de3eec2fa5.jpg?w=1920&q=100)
পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামানের কাফির গ্রামের বাড়ি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে আগুনে পুড়ে যায় বাড়িটি। কাফি জুলাই আন্দোলনের সমন্বয়কদের একজন ছিলেন। একইসাথে তিনি আন্দোলনে ছাত্রদের পক্ষে বিভিন্ন সময়ে ভিডিও তৈরি করে আলোচিত হন। তবে সাম্প্রতিক সময়ে বইমেলায় বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচিতও হয়েছেন তিনি। আগুনের বিষয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন বলেন, রাত সোয়া ২টার দিকে আমাদের মোবাইলে ফোন আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। আমরা দ্রুত সেখানে গিয়ে দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। এই কর্মকর্তা আরও বলেন, আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনতে সক্ষম হই। তবে কেবল পাশের গোয়াল ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি। মানুষের কোনো ক্ষতি হয়নি।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর