কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ওই সময়ে তার পরিবার, যার মধ্যে মা-বাবাসহ মোট ছয়জন সদস্য ঘরের মধ্যে অবস্থান করছিলেন। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলাপাড়া পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কাফি অভিযোগ করেন, ঘটনাটি একটি সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে তার বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ বিষয়ে কাফির বাবা, মাওলানা মো. এ বি এম হাবিবুর রহমান বলেন, বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন দেওয়া হয়। আমাদের আগুনে পুড়িয়ে মারার জন্যই এমন...
আগুন লাগার সময় ঘরেই ছিলেন কাফির বাবা-মাসহ ৬ জন, যেভাবে বাঁচলেন
অনলাইন ডেস্ক
![আগুন লাগার সময় ঘরেই ছিলেন কাফির বাবা-মাসহ ৬ জন, যেভাবে বাঁচলেন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739339395-ac161a15e197e049fee692b2758d3fd7.jpg?w=1920&q=100)
আগুনে পুড়ে ছাই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি
অনলাইন ডেস্ক
![আগুনে পুড়ে ছাই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739338915-3dffa4d23630669beee831de3eec2fa5.jpg?w=1920&q=100)
পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামানের কাফির গ্রামের বাড়ি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে আগুনে পুড়ে যায় বাড়িটি। কাফি জুলাই আন্দোলনের সমন্বয়কদের একজন ছিলেন। একইসাথে তিনি আন্দোলনে ছাত্রদের পক্ষে বিভিন্ন সময়ে ভিডিও তৈরি করে আলোচিত হন। তবে সাম্প্রতিক সময়ে বইমেলায় বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচিতও হয়েছেন তিনি। আগুনের বিষয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন বলেন, রাত সোয়া ২টার দিকে আমাদের মোবাইলে ফোন আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। আমরা দ্রুত সেখানে গিয়ে দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। এই কর্মকর্তা আরও বলেন, আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনতে সক্ষম হই। তবে কেবল পাশের গোয়াল ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি। মানুষের কোনো ক্ষতি হয়নি।...
কবিরহাটে মাদক, শিরকের বিরুদ্ধে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ
নোয়াখালী প্রতিনিধি
![কবিরহাটে মাদক, শিরকের বিরুদ্ধে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739332754-15a7bfcf08d4a38fad6d798e02461165.jpg?w=1920&q=100)
মাদক, শিরক থেকে নিজের গ্রামকে রক্ষার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পূর্ব পদুয়া ও পশ্চিম নুরসোনাপুর গ্রামের যুবসমাজ। ওই এলাকার যুবকেরা মাদক, শিরকের বিরুদ্ধে স্থানীয়দের মাঝে সচেতনতা বাড়াতে উপজেলার পূর্ব পদুয়া ও পশ্চিম নুরসোনাপুর গ্রামের পদুয়া মিঞা বাড়ির ঈদগাহ মাঠে মঙ্গলবার রাতে তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করে। নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সালের সভাপতিত্বে তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান তাফসিরকারী হিসেবে তাফসির করেন, চট্টগ্রামের কর্নেলহাট বায়তুল শরফ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফজলে এলাহী ত্বহা। তিনি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিদের সামনে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন। বয়ান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে তাফসিরুল কোরআন মাহফিল সমাপ্ত হয়। বিপুলসংখ্যক...
ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন
টাঙ্গাইল প্রতিনিধি
![ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739332306-daa79432b242c16e82493597a4d8c41f.jpg?w=1920&q=100)
ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে। মধ্যরাতে কুয়াশা বেড়ে যাওয়ায় যমুনা সেতু ব্রিজ থেকে এলেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে উভয় পাশেই ধীরগতিতে চলাচল করছে যানবাহনগুলো। চালক ও যাত্রীরা জানান, মধ্যরাত থেকে কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় ধীরগতিতে যানবাহন চালাতে হচ্ছে। সাড়ে ৫ ঘণ্টা সময়েও ১৪ কিলোমিটার রাস্তা পার হতে পারেননি। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। এদিকে কাচামালবাহী গাড়িগুলো সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় লোকসানের শঙ্কা করছেন ব্যবসায়ীরা। যমুনা পূর্ব থানার এসআই তাহেরুল ইসলাম জানান, কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। কিন্তু মধ্যরাত থেকে হঠাৎ করে কুয়াশা তীব্র আকার ধারণ করায় গাড়ি স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। তাছাড়া চালকরা উল্টাপাল্টা ভাবে এক লেনের গাড়ি অন্য লেনে ঢুকিয়ে দেয়ায় মহাসড়কে থেকে থেকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর