লিবিয়া উপকূলে নৌকা ডুবে ১৬ পাকিস্তানির মৃত্যু হয়েছে এবং আরও ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় প্রথম এ দুর্ঘটনার খবর জানিয়েছিল। তখন তারা বলেছিল, নৌকাটিতে ৬৩ জন পাকিস্তানি ছিলেন, তাদের মধ্যে ৩৭ জন দুর্ঘটনাটি থেকে বেঁচে গেছেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এ পর্যন্ত ১৬টি মৃতদেহ উদ্ধার করা গেছে। তাদের কাছে থাকা পাসপোর্টের ভিত্তিতে তারা পাকিস্তানের নাগরিক বলে শনাক্ত হয়েছে। বেঁচে যাওয়া ৩৭ জনের মধ্যে একজন হাসপাতালে ও ৩৩ জন পুলিশ হেফাজতে আছেন। লিবিয়ার রাজধানী ত্রিপোলির পাকিস্তান দূতাবাসের একটি দল দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর জাওইয়ায় গিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা...
লিবিয়া উপকূলে নৌকা ডুবে ১৬ পাকিস্তানির মৃত্যু
অনলাইন ডেস্ক
![লিবিয়া উপকূলে নৌকা ডুবে ১৬ পাকিস্তানির মৃত্যু](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739338814-a6a467f343c1044c92fb4c86f850e3a9.jpg?w=1920&q=100)
মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মোদির সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
![মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মোদির সাক্ষাৎ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739325838-22f8a3134b11f78723a0314b69557407.jpg?w=1920&q=100)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্যারিসে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করেছেন। ফ্রান্সের এলিসি প্যালেসে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আয়োজিত এক নৈশভোজের সময় তাদের এই সাক্ষাৎ হয়। নৈশভোজের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের সময় নরেন্দ্র মোদি জেডি ভ্যান্সকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানান। খবর এনডিটিভির। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন বলা হয়, ওয়াশিংটনে আসন্ন সফরের আগে এটি ছিল ট্রাম্প প্রশাসনের শীর্ষ কোনো নেতার সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম আলাপ। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দুই নেতার মধ্যে কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে প্রধানমন্ত্রী মোদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। আরও...
মোদি কিছুক্ষণ হাত বাড়িয়ে রাখলেও পাত্তা দেননি ম্যাক্রোঁ, কেন?
অনলাইন ডেস্ক
![মোদি কিছুক্ষণ হাত বাড়িয়ে রাখলেও পাত্তা দেননি ম্যাক্রোঁ, কেন?](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739325574-bc89de85736afafcf8c1c21cf28b843d.jpg?w=1920&q=100)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেও তাকে অগ্রাহ্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে বিব্রতকর দৃশ্যটি দেখা গেছে। যদিও ম্যাক্রোঁ ঠিক ওই সময়েই অন্য বিশ্বনেতাদের সঙ্গে করমর্দন করেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু নিউজের এক প্রতিবেদনে বিষয়টি ওঠে আসে। এছাড়াও এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার প্যারিসে এআই সম্মেলনে অংশ নেয়া বিশ্বনেতাদের স্বাগত জানাতে সম্মেলনস্থলে হাজির হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এসময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফরাসি প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায়, জেডি ভ্যান্সের পাশে বসা...
চলতি শীতে বাঘের মৃত্যুর রেকর্ড
অনলাইন ডেস্ক
![চলতি শীতে বাঘের মৃত্যুর রেকর্ড](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739322159-142cdc069d224eec0092ae9ec63eebb8.jpg?w=1920&q=100)
শীতকালেই কেন বেশি বাঘের মৃত্যু হচ্ছে,তা নিয়ে ভাবনাচিন্তা করছেন পরিবেশবিদ থেকে সংরক্ষণ বিশেষজ্ঞরা। গত জানুয়ারিতে ২৪টি বাঘ মারা গেছে ভারতে। অথচ গত ডিসেম্বরে একটিও বাঘ মারা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুর সংখ্যাটা নেহাত কম নয়, যা যথেষ্ট উদ্বেগের। গত পাঁচ বছরে এটাই রেকর্ড সংখ্যক মৃত্যু। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলের বাংলা বিভাগের নিউজ পোর্টালের এক প্রতিবেদনে এসব তথ্য ওঠে আসে। খবরে বলা হয়েছে, গত এক দশকের বেশি সময়ে ডিসেম্বর ও জানুয়ারি মাসে সবচেয়ে বেশি বাঘের মৃত্যু হয়েছে। এই সময়কালে শুধু দুই মাসের হিসেবে ৩০০টি বাঘ মারা গিয়েছে। ২০২৩-২৪ সালে বাঘের মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছিল। কিন্তু এ বছর আবার বাঘের মৃত্যু বেড়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার প্রজাতির বাঘের তিন চতুর্থাংশ বাস করে ভারতে। প্রায়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর