সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইসের সঙ্গে সাক্ষাত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার দুবাইয়ে বিশ্ব সরকার শীর্ষ সম্মেলনের (ডব্লিউজিএস) পার্শ্ববর্তী অনুষ্ঠানে এ সাক্ষাৎ করেন তারা। প্রধান উপদেষ্টাকে এসময় আমিরাতের মন্ত্রী সম্মেলনে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, তার উপস্থিতি এই মর্যাদাপূর্ণ সম্মেলনকে আরও উজ্জ্বল করেছে। তিনি আরও বলেন, আমরা আপনার মতো ব্যক্তিদের কাছ থেকে শিখি। এসময় তারা WGS এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আমিরাতের মন্ত্রী বাংলাদেশের বর্তমান সংকটময় মুহূর্তে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানান। আমিরাতের মন্ত্রী বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সম্পর্কের উন্নতির আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে উভয় দেশের...
আমরা আপনার মতো ব্যক্তিদের থেকে শিখি, প্রধান উপদেষ্টাকে আমিরাতের মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
![আমরা আপনার মতো ব্যক্তিদের থেকে শিখি, প্রধান উপদেষ্টাকে আমিরাতের মন্ত্রী](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739438969-f3e5c42feba0a519791f593b76279f69.jpg?w=1920&q=100)
হাজার কোটি টাকা অবৈধ লেনদেন মুস্তফা কামাল পরিবারের
নিজস্ব প্রতিবেদক
![হাজার কোটি টাকা অবৈধ লেনদেন মুস্তফা কামাল পরিবারের](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739438035-3b8fe3e2436818a11b1716a031b45e50.jpg?w=1920&q=100)
আওয়ামী সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পরিবারের অবৈধ সম্পদ প্রায় দুইশো কোটি টাকা। আর এই পরিবার সন্দেহজনক লেনদেন করেছে প্রায় ১ হাজার কোটি টাকা। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। আওয়ামী লীগ সরকার ও দলের প্রভাবশালী ব্যক্তি ছিলেন আ হ ম মোস্তফা কামাল। গত ৫ আগস্টের পর দুদক মোস্তফা কামাল ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেন পেয়ে এরমধ্যে মোস্তফা কামাল, স্ত্রী কাশ্মীরা কামাল, ছেলে কাশফীক কামাল ও মেয়ে নাফিসা কামালের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদক সূত্র জানায়, মোস্তফা কামালের অবৈধ সম্পদ ২৭ কোটি ৫০ লাখ টাকা ও সন্দেহজনক লেনদেন ৪৪৬ কোটি টাকা, স্ত্রী কাশ্মীরা কামালের অবৈধ সম্পদ ৪৪ কোটি টাকা ও সন্দেহজনক লেনদেন ২৬ কোটি ৬৪ লাখ টাকা, ছেলে কাশফীক কামালের অবৈধ সম্পদ ৩১ কোটি ৭৮ লাখ...
এখন থেকে ৯৯৯-এ সেবা পাওয়া যাবে ইংরেজিতেও
![এখন থেকে ৯৯৯-এ সেবা পাওয়া যাবে ইংরেজিতেও](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739437602-5bed5a591edbd5804517ef8a9a94ee83.jpg?w=1920&q=100)
এখন থেকে বাংলাদেশে অবস্থান করা বিদেশিরা ইংরেজি ভাষায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সেবা নিতে পারবেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ৯৯৯ এর প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশে কর্মরত বিভিন্ন কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ-সংগঠন এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার দেশি বা বিদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বা ভ্রমণরত বিদেশি পর্যটকরা এখন বাংলাদেশের মোবাইল অপারেটরদের সিম বা ল্যান্ডফোন ব্যবহার করে ইংরেজি ভাষায় ৯৯৯-এ কল করে জরুরি পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন। পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশনায়, বিদেশি নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ আরও জানান, এই সেবা ১২ জানুয়ারি...
বৃষ্টির মতো পুলিশের গুলি চালানোর বর্ণনা ইউনিসেফ প্রতিনিধির মুখে
নিজস্ব প্রতিবেদক
![বৃষ্টির মতো পুলিশের গুলি চালানোর বর্ণনা ইউনিসেফ প্রতিনিধির মুখে](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739437562-78c10162e19134ce4be7f6dd7c6def7f.jpg?w=1920&q=100)
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেছেন, গত বছরের জুলাই-আগস্টে সংগঠিত মর্মান্তিক ঘটনাগুলোর বিষয়ে জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রতিবেদনটি হৃদয়বিদারক। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে ১ হাজার ৪০০ জন নিহত হয়েছে, যাদের মধ্যে শতাধিক শিশু ছিল। ইউনিসেফ জানিয়েছে, তারা নিহত বা আহত শিশুদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে। আমরা তাদের প্রত্যেকের জন্য শোক প্রকাশ করছি। বুধবার ওএইচসিএইচআরের প্রতিবেদনের প্রেক্ষিতে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, প্রতিবেদন অনুযায়ী এই সময়কালে সহিংসতা, শারীরিক আক্রমণ এবং ধর্ষণের হুমকি রেকর্ড করা হয়েছে, যার উদ্দেশ্য ছিল বিক্ষোভে অংশগ্রহণ থেকে বিরত রাখা। এই সহিংসতার শিকার শুধু নারী নয়, শিশুদেরও রেহাই দেওয়া হয়নি। অনেক শিশুকে হত্যা, পঙ্গু, নির্বিচারে গ্রেপ্তার,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর