তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন, তাদের আমি হুমকি দিইনি, সতর্ক করেছি। গতকাল দেয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তৌহিদি জনতার উদ্দেশে দেয়া তার এক পোস্টের বিষয়টি এভাবেই পরিস্কার করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন। মাহফুজ আলম বলেন, কেন করেছি? গত ১৫ বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সব নাগরিকের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভূলুণ্ঠিত হচ্ছে। এ ক্ষেত্রে আপনাদেরই এ সম্ভাবনা রক্ষা করতে হবে। তিনি বলেন, আমার আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সব নাগরিকের মতোই আপনাদের প্রতি দরদ আছে। আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদবাদী, কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি...
‘তৌহিদি জনতাকে’ হুমকি দিইনি, সতর্ক করেছি: মাহফুজ আলম
অনলাইন ডেস্ক
![‘তৌহিদি জনতাকে’ হুমকি দিইনি, সতর্ক করেছি: মাহফুজ আলম](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739293041-0d3e03c8ec2c70bfd46b8137cbddad25.jpg?w=1920&q=100)
সংস্কারের আগে নির্বাচন হবে শহীদদের রক্তের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা: হান্নান মাসউদ
অনলাইন ডেস্ক
![সংস্কারের আগে নির্বাচন হবে শহীদদের রক্তের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা: হান্নান মাসউদ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739290658-9e8a01bfb2c96c61eda1158eb7452e8d.jpg?w=1920&q=100)
গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং মৌলিক সংস্কার নিশ্চিত করার আগে নির্বাচনের আয়োজনের পথে হাঁটলে তা সুস্পষ্ট প্রতারণা হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। আব্দুল হান্নান মাসউদ বলেন, গণহত্যাকারীদের বিচার, ভোট চোরদের ভোটে অযোগ্য ঘোষণা ও গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং মৌলিক সংস্কার নিশ্চিত করার আগে অন্তর্বর্তী সরকার সংসদ নির্বাচনের আয়োজনের পথে হাঁটলে তা হবে ২৪-এর বীর শহীদ ও আহতদের রক্তের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা। তিনি বলেন, এর বিরুদ্ধে যদি একজন মানুষ হিসেবেও কেউ প্রতিবাদ করে, সে ব্যক্তিটি হবো আমি। হয়তো লড়াইটা দীর্ঘ হবে, কিন্তু এ লড়াই থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। সবশেষে...
দেশে-বিদেশে মামলা করলেন পিনাকী ভট্টাচার্য
নিজস্ব প্রতিবেদক
![দেশে-বিদেশে মামলা করলেন পিনাকী ভট্টাচার্য](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739286945-ecf04f6c19540ef966fea344d5c38e99.jpg?w=1920&q=100)
অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাসার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে পুলিশ। একই সঙ্গে, স্থানীয় ছাত্র-জনতাও স্বতঃস্ফূর্তভাবে তার বাসার নিরাপত্তায় পাহারা দিচ্ছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান। তিনি বলেন, অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন নেই, কারণ আমি আশাবাদী যে আমার বাসায় কেউ হামলা চালাবে না। তিনি তার স্ট্যাটাসে পুলিশ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পুলিশ আমার বাসার নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে, আমি এজন্য তাদের ধন্যবাদ জানাই। এছাড়াও, অসংখ্য ছাত্র-জনতা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে পাহারা দিচ্ছে, তাদেরও আমি ধন্যবাদ জানাই। পিনাকী ভট্টাচার্য আরো বলেন, স্থানীয় জনতাই প্রতিরোধ করবে। আমার বাবা শ্যামল ভট্টাচার্যের মৃত্যুতে যে শহরে শোক পালিত হয়েছিল, সেখানে আওয়ামী লীগ...
প্রবাসীদের দুঃখ-কষ্ট নিয়ে হাসনাতের পোস্ট, তুলে ধরলেন যেসব বিষয়
অনলাইন ডেস্ক
![প্রবাসীদের দুঃখ-কষ্ট নিয়ে হাসনাতের পোস্ট, তুলে ধরলেন যেসব বিষয়](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739276909-16159df1b9b4695c4f877735195c8868.jpg?w=1920&q=100)
প্রবাসীদের সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। পোস্টে হাসনাত বলেন, প্রতিদিন শত শত রেমিট্যান্সযোদ্ধা আমাদের ইনবক্সে তাদের দুঃখ-কষ্টের কথা জানান। অসংখ্য ভাই নিচের মেসেজটি বারবার করে পাঠাচ্ছেন। প্রবাসীদের বিষয়গুলো দ্রুত সময়ে অ্যাড্রেস করুন। নিচে হাসনাত আবদুল্লাহর পোস্টটি হুবহু তুলে ধরা হলো প্রবাসীদের নিয়ে কয়েকটি এজেন্সির সিন্ডিকেট দ্বারা ভয়াবহ জালিয়াতি। বিষয়গুলো পয়েন্ট আকারে তুলে ধরছি: ১. সৌদি রুটে গ্রুপ টিকিটের দাম বেড়েছে: আগে যেখানে গ্রুপ টিকিটের মূল্য ৩৫-৪০ হাজার টাকা ছিল, এখন সিন্ডিকেট করে প্রতিটি টিকিট ৮০-৯০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। ২. ফ্লাইট সংখ্যা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর