দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতির ৭০-৮০ শতাংশ পিপিআর ২০০৬ এবং পিপিআর ২০০৮ রিলেটেড। এদিকে নজর দিলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি অনেকাংশে কমানো সম্ভব। গতকাল সকালে মুন্সিগঞ্জের গজারিয়ায় ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে দুদক কর্মকর্তাদের সরকারি ক্রয়নীতির ওপর ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দুদক চেয়ারম্যান আরও বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কেনাকাটায় অসংখ্য দুর্নীতির খবর আপনারা পেয়েছেন। কোথাও অস্বাভাবিক বেশি দামে মালামাল কেনা হয়েছে, কোথাও নিম্নমানের মালামাল কেনা হয়েছে যা এখন ব্যবহার করা যায় না। এসব ব্যাপারে দুদক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্যই এ প্রশিক্ষণ কর্মসূচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন...
যেভাবে কমতে পারে সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি
অনলাইন ডেস্ক
![যেভাবে কমতে পারে সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739264797-156200e8119437d76b03577a18fefa9f.jpg?w=1920&q=100)
বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে এবার: ইউএনডিপি
নিজস্ব প্রতিবেদক
![বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে এবার: ইউএনডিপি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739263988-e81f009c35d290bbe14ef1a0befeb28d.jpg?w=1920&q=100)
বাংলাদেশের ইতিহাসে সেরা ভোট করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তা করবে বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সহযোগিতা করছি। আশা করছি এবার নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেরা। এক্ষেত্রে নির্বাচনের সময়সীমা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন। আমাদের এ নিয়ে কিছু করার নেই। তিনি জানান, গত ডিসেম্বরে সহায়তা দেওয়ার জন্য ইউএনডিপিকে অনুরোধ জানানো হয়। সেই অনুরোধের প্রেক্ষিতে জানুয়ারিতে কী ধরনের কারিগরি সহায়তা দেওয়া যায় সেজন্য ইউএন-এর একটি প্রয়োজনীয় মূল্যায়ন দল দুই সপ্তাহ সফর করে। তাদের সুপারিশের ভিত্তিতে আমরা উন্নয়ন সহযোগীদের নিয়ে বিভিন্ন...
দেশের মানুষকে মুক্তি দেয়ার কাজ শুরু হয়েছে: আদিলুর
নিজস্ব প্রতিবেদক
![দেশের মানুষকে মুক্তি দেয়ার কাজ শুরু হয়েছে: আদিলুর](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739262594-3f1d27ec03123ea92e49433de073351e.jpg?w=1920&q=100)
মানবাধিকার করে পুলিশিং সম্ভব বলে মন্তব্য করেছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। দেশের মানুষকে মুক্তি দেয়ার কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে দেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব বলেন। এসময় তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে ব্যবহার করা হয়েছে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য৷ আদিলুর বলেন, সব সেক্টরে সংস্কার দরকার। সব সেক্টরকে ধ্বংস করা হয়েছে৷ ন্যায় ভিত্তিক কাজ করতে হবে। গুমের ঘটনা যেন আর না ঘটে। বিচারবহির্ভূত হত্যা যেন আর না ঘটে। অপরাধীকে যেন আইনের আওতায় এনে বিচার করা যায়। তিনি বলেন, মানবাধিকার করে পুলিশিং সম্ভব৷ যে আদালত ভিন্ন মত দমনে জেলখানাকে ব্যবহার করে না, তেমন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।...
এপ্রিলেই হতে পারে ড. ইউনূস-মোদির বৈঠক!
অনলাইন ডেস্ক
![এপ্রিলেই হতে পারে ড. ইউনূস-মোদির বৈঠক!](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739261313-f8c2646af84a8c89cdda1ec9461f9a86.jpg?w=1920&q=100)
চলতি বছরের ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা (বিমসটেক) শীর্ষ সম্মেলন। এ সম্মেলনে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনের ফাঁকেই আনুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা রয়েছে এ দুই নেতার। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) রাজধানীতে এক ব্রিফিংয়ে বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে অবশ্য ঢাকা-দিল্লি শীর্ষ বৈঠকের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেন। আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ব্যাংকক সফর চূড়ান্ত হলেও মোদির সঙ্গে বৈঠক নিশ্চিত নয়। তিনি বলেন, সম্মেলন হতে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে। কিছু বলা যাচ্ছে না, তবে প্রধান উপদেষ্টা বিমসটেক সম্মেলনে যোগ দেবেন, এটি নিশ্চিত। গত বছর সেপ্টেম্বরে থাইল্যান্ডে বিমসটেক...