ঝিনাইদহে সাপের কামড়ে রহিম মোল্লা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পূর্ব-তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম ওই গ্রামের মৃত সাহেব আলী ছেলে। সে পেশায় একজন কৃষক। জানা যায়, কৃষক রহিম মোল্লা দুপুরে খাওয়ার পর নিজ ঘরের বিছানায় শুয়ে ছিলেন। হঠাৎ তার ব্যবহৃত গামছা খাটের ওপর থেকে মাটিতে পড়ে যায়। এ সময় হাত বাড়িয়ে তিনি গামছাটি তুলতে যায়। এ সময় হঠাৎ করেই তার হাতে সাপটি কামড় দিয়ে পালিয়ে যায়। তবে সাপটি কেউ দেখতে পায়নি। এরপর পরিবার তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ তাকে চিকিৎসা না দিয়ে দ্রুত হাসপাতালে নিতে বলেন। কিন্তু হাসপাতালে নিতে দেরি হওয়ায় তার মৃত্যু হয়। সদর হাসপাতালের চিকিৎসক ডা. সোহা ইসরাইল জানান, হাসপাতালের পৌঁছানোর পূর্বেই লোকটির মৃত্যু হয়। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত...
খাটের ওপর থেকে পড়ে গেল গামছা, তুলতে গিয়ে সাপের ছোবল
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে জেনারেটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট নোমান ( ২০) এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বিকাল সাড়ে ৩টার দিকে শহরের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহত নোমান ঝিনাইদহ হরিণাকুন্ড উপজেলার গাড়ামারা গ্রামের ওমর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের খাওয়ার পর দোকানের জেনারেটরের বিদ্যুৎ সংযোগ দিতে গেলে সে বিদ্যুস্পৃষ্ট হয়। এরপর তাকে দ্রুত সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের চিকিৎসক ডা. সোহা ইসরাইল জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিদ্যুতায়িত হওয়ার পর রক্ত শূন্যতায় তার মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান। News24d.tv/কেআই
বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করতে গণবিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি

বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই লক্ষ্যে পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে আজ রোববার (২৭ এপ্রিল) বিকেলে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই গণবিজ্ঞপ্তি জারি করেন। এতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা২০১০-এর বিধি অনুযায়ী বগুড়া পৌর এলাকার অন্তর্ভুক্ত মৌজাগুলো নিয়ে সিটি করপোরেশন গঠনের জন্য প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে কারও মতামত বা আপত্তি থাকলে তা আগামী ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জেলা প্রশাসকের কাছে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ জানান, মতামত ও আপত্তি নিষ্পত্তির পর ৪৫...
কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে অসুস্থ হয়ে মো. ফজলুর রহমান (৫৮) নামে এক আসামির মৃত্যু হয়েছে। তিনি হত্যা মামলায় আটক হয়ে ১১ মার্চ থেকে কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন। ফজলুর রহমান আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে ফজলুর রহমানের বুকে তীব্র ব্যথা শুরু হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। মর্গে থাকা মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। news24bd.tv/NS...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর