বগুড়ার গাবতলীর ইছামতি নদীর তীরে ৪০০ বছরের গ্রামীণ ঐতিহ্যের পোড়াদহ মেলা মাছের জন্য বিখ্যাত। ঐতিহ্যের পোড়াদহ মেলায় ভোর থেকে দিনব্যাপী মেলার বেশিরভাগ জুড়ে স্থান পায় বিভিন্ন প্রজাতির মাছ। বড় বড় মাছের নাম শোনা যায় এ মেলায় আসা নানা শ্রেণি-পেশার মানুষের মুখে মুখে। সেই মাছকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয় বাহারি মিষ্টান্ন সামগ্রী। নাম দেওয়া হয় মাছ মিষ্টি। মেলায় বাতাসে ঘ্রাণ ছড়ায় এসব মিষ্টির। মাছের পাশাপাশি এসব মিষ্টান্ন সামগ্রী বেচাবিক্রিতেও বেশ সুনাম রয়েছে এ মেলার। পোড়াদহ মেলায় মাছ মিষ্টি এক ভিন্ন আকর্ষণ। মেলায় এবার সর্বোচ্চ ১৫ কেজি ওজনের একটি মাছ মিষ্টির দাম হাঁকা হয়েছে ৯ হাজার টাকা। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বগুড়ার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় আসা আল-আমিন মিষ্টান্ন ভাণ্ডারে ১৫ কেজি ওজনের এ মাছ মিষ্টির দেখা মেলে। মিষ্টি বিক্রেতা...
বিশেষ কারণে ‘মাছ মিষ্টি’র দাম ৯ হাজার টাকা
![বিশেষ কারণে ‘মাছ মিষ্টি’র দাম ৯ হাজার টাকা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739357982-d312bae589df597c802c5cd82b0ade65.jpg?w=1920&q=100)
বগুড়ায় শুরু ৩শ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মাছের মেলা
বগুরা প্রতিনিধি
![বগুড়ায় শুরু ৩শ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মাছের মেলা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739355700-05d36036d2a7e8059238f0b667350b6d.jpg?w=1920&q=100)
সন্ন্যাসী পূজা উপলক্ষে প্রতিবছর মাঘ মাসের শেষ বুধবার গাবতলীর ইছামতির তীরে পোড়াদহ মেলা বসে। প্রায় ৩শ বছরের অধিক সময় ধরে চলে আসা এ রীতি, এবারো ব্যতিক্রম হয়নি। শিশু কিশোর, নারী পুরুষ সহ সব বয়সী মানুষের ঢল নামে মেলায়। গ্রামের প্রতিটি বাড়িতে আসে মেয়ে জামাইসহ স্বজনরা। মাছ ও মিষ্টির জন্য বিখ্যাত এ মেলাকে ঘিরে শতাধিক গ্রামজুড়ে চলছে অতিথি আপ্যায়ন ও আনন্দ উৎসব। দিনব্যাপি এ মেলায় জেলার বিভিন্ন উপজেলাসহ আশেপাশের জেলা থেকে প্রায় লাখো মানুষ আসে। বিশাল আকৃতির মাছ, আর বড় বড় মিষ্টি কেনাবেচার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপি মেলা। বিশাল আকৃতির মাছ, আর বড় বড় মিষ্টি কেনাবেচার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপি মেলা। পাখি মাছ ছাড়াও রুই, কাতলা, চিতল, বোয়াল, বিগ হেড, আইড়, সিলভার কার্প ও কার্পসহ সামুদ্রিক নানা জাতের মাছ উঠেছে। মেলায় শিশুদের জন্য খেলাধূলার সামগ্রী ছাড়াও রয়েছে হরেক...
ক্ষেতে পড়েছিল নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ
মুন্সিগঞ্জ প্রতিনিধি
![ক্ষেতে পড়েছিল নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739353917-37cad6c76937d6ef3d9308ef9ad20d65.jpg?w=1920&q=100)
মুন্সিগঞ্জ সদরের চর বাংলাবাজার এলাকায় কৃষিজমি থেকে নিখোঁজ স্কুলছাত্রের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি ধারালো ছুড়ি উদ্ধার হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। নিহত শাহজালাল বেপারি (১৭) পার্শ্ববর্তী টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের রাজাবাড়ির চর এলাকার আনোয়ার বেপারির পুত্র ও স্থানীয় দিঘীরপাড় এ.সি ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলো সে। মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।...
নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু
শরীয়তপুর প্রতিনিধি
![নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739353124-fd15963d3401a0d4f5a2da7dd741def8.jpg?w=1920&q=100)
শরীয়তপুরের জাজিরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমানুল্লাহ আমান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পদ্মাসেতু দক্ষিণ টোলপ্লাজার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমানুল্লাহ আমান ঢাকার কেরানীগঞ্জ জিঞ্জিরা এলাকার আনসার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমানুল্লাহ আমান নামের ওই যুবক ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে তিনি তার মোটরসাইকেলে শিবচর থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় তিনি ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা এলাকায় আসলে তার মোটরসাইকেলটি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, অতিরিক্ত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর