আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আগামী বুধবার (১৯ ফেব্রুয়ারি) মাঠে গড়াতে যাচ্ছে। এরইমধ্যে দলগুলো তাদের শেষ সময়ের প্রস্তুতি নিতে শুরু করেছে। মেগা আসরের ফাইনাল হবে ৯ মার্চ। হাইব্রিড পদ্ধতিতে এবারের চ্যম্পিয়নস ট্রফি হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। চ্যাম্পিয়নস ট্রফিতে শেষ মুহূর্তে বদল এসেছে বেশ কয়েকটি দলে। ইনজুরির থাবায় ছিটকে গেছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। চোটে জর্জরিত অস্ট্রেলিয়া দলে এসেছে পাঁচ পরিবর্তন। আফগানিস্তান শেষ মুহূর্তে হারিয়ে ফেলেছে স্পিনার আল্লাহ গাজানফারকে। এরই মধ্যে নিজেদের পরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে দলগুলো। বাংলাদেশ নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী, তানজিদ হাসান, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ...
চ্যাম্পিয়নস ট্রফির ৮ দলের চূড়ান্ত স্কোয়াড দেখে নিন
অনলাইন ডেস্ক
![চ্যাম্পিয়নস ট্রফির ৮ দলের চূড়ান্ত স্কোয়াড দেখে নিন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739357590-186946261e3a75b6e6e4c3c35225d5da.jpg?w=1920&q=100)
চ্যাম্পিয়নস ট্রফির আগে টাইগারদের অফিসিয়াল ফটোসেশন
অনলাইন ডেস্ক
![চ্যাম্পিয়নস ট্রফির আগে টাইগারদের অফিসিয়াল ফটোসেশন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739355958-36d7bf52c08957405e52b7540c90638d.jpg?w=1920&q=100)
আর মাত্র ৬ দিন পরে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এরইমধ্যে দলগুলো তাদের শেষ সময়ের প্রস্তুতি নিতে শুরু করেছে। এদিকে পিছিয়ে নেই বাংলাদেশও। আনুষ্ঠানিকভাবে আজ বুধবারই (১২ ফেব্রুয়ারি) মিরপুরে অনুশীলন শেষ করবে টাইগাররা। তার আগে পুরো দল কোচিং স্টাফসহ ফটোসেশন সেরেছে বাংলাদেশ দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের মূল মাঠে এদিন ফটোসেশন হয়। উপস্থিত ছিলেন সকল ক্রিকেটাররাও। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বাকাপেও আনুষ্ঠানিক ফটোসেশন পর্ব ছিল। ফটোসেশনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম উপস্থিত ছিলেন। বাংলাদেশের টুর্নামেন্টের প্রথম ম্যাচও হবে দুবাইয়ে। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি মাঠে থাকবে ফিল সিমন্সের শিষ্যরা। পরের ম্যাচ ধরতে দল আসবে পাকিস্তানে। সেখানে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ...
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ‘তুরুপের তাস’ হারালো আফগানিস্তান
অনলাইন ডেস্ক
![চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ‘তুরুপের তাস’ হারালো আফগানিস্তান](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739343740-6dc286083b70cd38e2d63f72ca5e7ca3.jpg?w=1920&q=100)
আফগানিস্তান দলে আছেন তারকা সব স্পিনার। চ্যাম্পিয়নস ট্রফিতে রশিদ-নবিদের সঙ্গে নুর এবং গাজানফার প্রতিপক্ষ শিবিরে জুজু ধরাবেন বলেই ধরে রেখেছিল সবাই। তবে আসর শুরুর আগে তুরুপের তাসকে হারিয়ে ফেলল দলটি। পিঠের চোটে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন রহস্য-স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফার। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে এসিবি জানিয়েছে, আফগানিস্তানের তরুণ স্পিন সেনসেশন এম গাজানফার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন। তার এল-৪ ভার্টেব্রাতে চিড় আছে। সম্প্রতি, জিম্বাবুয়ে সফরে চোট পান গাজানফার। চোটের কারণে আরও কমপক্ষে চার মাস মাঠের বাইরে থাকতে হবে এই স্পিনারকে। তার বদলে বাঁহাতি স্পিনার খারুতিকে দলে যুক্ত করেছে এসিসি। খারোতি এর আগে সাতটি ওয়ানডে খেলেছেন। এর আগে, দলটি অভিজ্ঞ...
চ্যাম্পিয়নস ট্রফির আগে সরে গেলেন স্টার্ক, কী হচ্ছে অস্ট্রেলিয়া দলে?
অনলাইন ডেস্ক
![চ্যাম্পিয়নস ট্রফির আগে সরে গেলেন স্টার্ক, কী হচ্ছে অস্ট্রেলিয়া দলে?](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739337466-5c20e47e0997caa08219190499e25145.jpg?w=1920&q=100)
বিভিন্ন কারণে অস্ট্রেলিয়ার ১৫ জনের চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ৪ জনই আগেই ছিটকে গেছিলো। এবার অজিদের পেস অ্যাটাকের অন্যতম কাণ্ডারি মিচেল স্টার্ক চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে নিজেকে সরিয়ে নিলেন। মূলত ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি মূল দল থেকে নিজেকে সরিয়ে নেন। এদিকে স্টার্কের সরিয়ে নেওয়া মানে তাদের চ্যাম্পিয়নস ট্রফির দলে অস্ট্রেলিয়ার মূল পেসাররা কেউ থাকছেন না। এর আগে স্টার্কের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। এ ছাড়া দলে নেই মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ। কামিন্স-হ্যাজলউড দুজনই সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে চোটে পড়েছিলেন। অ্যাঙ্কেলে পাওয়া আঘাত থেকে এখনো সেরে ওঠেননি কামিন্স। হ্যাজলউডের চোট আরও গুরুতর। নিতম্বে অস্বস্তির পাশাপাশি ও পায়ের পেশিতেও টান ধরেছিল তার। আগের তুলনায় এখন কিছুটা ভালো বোধ করলেও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর