জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রণীত প্রতিবেদনের প্রতি বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। কমিশনের প্রতিবেদনে সাধারণ, অনুষ্ঠান ও বার্তা গ্রুপগুলো একীভূত করে বাংলাদেশ তথ্য সার্ভিস গঠনের প্রস্তাব করা হয়েছে। তবে, এই একীভূত সার্ভিস গঠনে বিসিএস তথ্য-সাধারণ ক্যাডারের সদস্যদের গভীর উদ্বেগ দেখা দিয়েছে, কারণ এই তিনটি গ্রুপের কাজের প্রকৃতি একে অপরের থেকে ব্যাপকভাবে ভিন্ন। বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন জনস্বার্থে নিম্নলিখিত তথ্য তুলে ধরেছে: ১. তথ্য-সাধারণ ক্যাডারের কাজ হলো প্রচার, যেখানে বাংলাদেশ বেতারের কাজ সম্প্রচার। ২. তথ্য-সাধারণ ক্যাডারের দায়িত্ব গণমাধ্যম ব্যবস্থাপনা, জনসংযোগ ও গণযোগাযোগ, কিন্তু বাংলাদেশ বেতার এসব কাজ পরিচালনা করে না; বেতার কেবল সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারে নিয়োজিত। ৩. সম্প্রচার ব্যবস্থাপনা বিশেষ ধরনের...
৬ যুক্তিতে ‘একীভূত তথ্য সার্ভিস’ চান না বিসিএস তথ্য সাধারণ ক্যাডাররা
প্রেস বিজ্ঞপ্তি
![৬ যুক্তিতে ‘একীভূত তথ্য সার্ভিস’ চান না বিসিএস তথ্য সাধারণ ক্যাডাররা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739364720-dc4f8c31e9ca686e0714dd78edb3811d.jpg?w=1920&q=100)
এবার গুলিবিদ্ধ নাফিসের ছবির স্কেচ স্থান পেল জাতিসংঘের প্রতিবেদনে
অনলাইন ডেস্ক
![এবার গুলিবিদ্ধ নাফিসের ছবির স্কেচ স্থান পেল জাতিসংঘের প্রতিবেদনে](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739362955-c720b2acad0f5757d56f90d11829139c.jpg?w=1920&q=100)
গুলিবিদ্ধ গোলাম নাফিজের নিথর দেহ রিকশার পা-দানিতে পড়ে থাকার স্কেচ (আঁকা ছবি) এবার স্থান পেল জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান প্রতিবেদনে। গত ৪ আগস্ট বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া এই দৃশ্য ক্যামেরায় ধারণ করেন এক ফটোসাংবাদিক। গুলিবিদ্ধ গোলাম নাফিজ রিকশার পা-দানিতে পড়ে আছেন। রিকশাচালক নূর মোহাম্মদ তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট সংঘটিত ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে ১২৭ পৃষ্ঠার এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে ওই সময়ের নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে। ১৭ বছর বয়সি নাফিজের এ ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ছবি দেখেই নাফিজের মা-বাবা সন্তানের খোঁজ পান। যদিও মাবাবা নাফিজের খোঁজ যখন পান, তখন সে আর বেঁচে...
অন্তর্বর্তী সরকারকেই বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
![অন্তর্বর্তী সরকারকেই বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে হবে: হাসনাত আব্দুল্লাহ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739362275-ef7eca52fb54f53edb927e190da235e2.jpg?w=1920&q=100)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারকেই করতে হবে। বুধবার দুপুরে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে এসে তিনি একথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিদেশি শক্তির সাহায্যে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করেছিল খুনি শেখ হাসিনা। তিনি আরও বলেন, বিডিআরের চাকরিচ্যুত সদস্যদের চাকরিতে পুনর্বহালের জন্য ছয় দফা দাবি তুলে, চলতি সপ্তাহেই আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করার আশ্বাস দিয়েছেন। এদিন দুপুরে, চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি পালন করেন। তারা খাদ্য অধিদপ্তরের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। প্রথমে খাদ্য অধিদপ্তরের সামনের রাস্তায় অবস্থান নিলেও পরবর্তীতে পুলিশ জলকামান দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে। তবে...
আওয়ামী লীগ নিষিদ্ধে কর্মসূচির ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
নিজস্ব প্রতিবেদক
![আওয়ামী লীগ নিষিদ্ধে কর্মসূচির ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739361040-c4c457a133d4ad22dcb5cf5dd9db4e63.jpg?w=1920&q=100)
আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে সারাদেশে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এক পোস্টে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ওই পোস্টে বলা হয়, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ আবুল কাশেমের জানাজা আজ বুধবার রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। জানাজার পরে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হবে শহীদ মিনার থেকেই। একইসঙ্গে সারাদেশে প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে শহীদ বীর কাশেমের গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল, সবাই নিজেদের নির্ধারিত সময়ে পালন করবে। গত ৮ ফেব্রুয়ারি রাতে গাজীপুর নগরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হন আবুল কাশেম। এরপর তিনি চিকিৎসাধীন ছিলেন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর