বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার হয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে, হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। এই পোস্টের মাধ্যমে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। হাসনাত আবদুল্লাহ পোস্টে সাদেকুর রহমান খানের একটি বক্তব্য শেয়ার করেন, যেখানে বলা হয়েছে, আয়নাঘরের প্রতিশোধ আমরা আজকেই চাই। তিনি আরও দাবি করেন, গত ৫ জুলাই গাজীপুরে আওয়ামী লীগের হাতে এক ভাই শহীদ হয়েছেন এবং সেই রক্তের হিসাব আজ সরকারের দিতে হবে। তার ভাষায়, আজ এই রক্তের বদলা না নেওয়া পর্যন্ত কোনো লাশ দাফন হবে না। হাসনাত আবদুল্লাহ ঘোষণা করেন যে, কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপর শহীদের কফিন নিয়ে ইন্টারিম সরকারের কাছে যাবে। তিনি বলেন, এতটুকু না হলে আমাদের...
হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা: হাসনাত আবদুল্লাহ
অনলাইন ডেস্ক
![হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা: হাসনাত আবদুল্লাহ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739371418-99b6a286ed645bc120faafca2f0e52b5.jpg?w=1920&q=100)
'গোপনে বলতাম, আল্লাহ এই ডাইনির হাত থেকে আমাদের বাঁচাও'
নিজস্ব প্রতিবেদক
!['গোপনে বলতাম, আল্লাহ এই ডাইনির হাত থেকে আমাদের বাঁচাও'](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739369189-bfd5267131dc9864e2b2de06eac4b041.jpg?w=1920&q=100)
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুমঘর (আয়নাঘর) পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুক পোস্টে লিখেছেন, এ রকমই একেকটা আয়নাঘরে আমরা সতেরো কোটি মানুষ আটকা ছিলাম ষোলো বছর। আর গোপনে বলতাম, আল্লাহ এই ডাইনির হাত থেকে আমাদের বাঁচাইয়া দাও। বুধবার (১২ ফেব্রুয়ারি) উপদেষ্টা ও নির্মাতা ফারুকী গুমের শিকার বন্ধু সাজেদুল ইসলাম সুমনকে স্মরণ করে তার ভেরিফায়েড ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন। পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো এ রকমই কোনো একটা ঘরে হয়তো আমার বাল্যবন্ধু সাজেদুল ইসলাম সুমনকে আটকে রাখা হয়েছিল। এ রকমই কোনো একটা ঘরে অজানা আশংকায় সে কেঁপে কেঁপে উঠতেছিল। এইরকম একটা ঘরে বসেই হয়তো সে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে কাঁদতে বলছিল, আল্লাহ, তুমি আমারে এই বারের জন্য বাঁচাইয়া দাও। আমি আর রাজনীতি টাজনীতি করবো...
আয়নাঘর পরিদর্শন শেষে ফেসবুক পোস্টে যা লিখলেন ভারতীয় সাংবাদিক
অনলাইন ডেস্ক
![আয়নাঘর পরিদর্শন শেষে ফেসবুক পোস্টে যা লিখলেন ভারতীয় সাংবাদিক](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739363385-412f4cde72a4c7e2e6ccbee8586f04d4.jpg?w=1920&q=100)
আয়নাঘর নামে পরিচিত বন্দিশালা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আয়নাঘর পরিদর্শন করেন তিনি। এসময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ছাড়াওতার সঙ্গে স্থানীয় ও বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা। যাদের মধ্যে ছিলেন ভারতীয় সাংবাদিক অর্ক দেব। তিনি ইনস্ক্রিপ্টি ডটমি-এর সম্পাদক। আয়নাঘর পরিদর্শন শেষে অর্ক দেব সেখানকার একটি ইলেকট্রিক চেয়ারের ছবি নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার (আগারগাঁও অঞ্চলে)। হাই ভ্যালু বন্দিদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার। ডিজিএফআইয়ের কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ একজস্ট ফ্যান চলত এই ঘরগুলিতে, ফ্যান বন্ধ হলেই...
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফেসবুকে ‘হ্যাশট্যাগ ব্যান আওয়ামী লীগ’ প্রচারণা
অনলাইন ডেস্ক
![আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফেসবুকে ‘হ্যাশট্যাগ ব্যান আওয়ামী লীগ’ প্রচারণা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739363266-20d67ffd22b5612917b2228a5e421e02.jpg?w=1920&q=100)
ফেসবুকে হ্যাশট্যাগ ব্যান আওয়ামী লীগ প্রচারণা চালিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শুরু করেছে ছাত্র-জনতা। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টে এই প্রচারণা প্রথম দেখা যায়। হাসনাত আব্দুল্লাহ ওই পোস্টে বলেন, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে। #banawamilegue। কিছুক্ষণ পর আরেক পোস্টে হাসনাত বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। পরে বিকেল ৫টার দিকে #banAwamileague লিখে পোস্ট দেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাতের পর একই পোস্ট দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে। এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর