বাংলাদেশ ভারত সীমান্তে চলছে উত্তেজনা। এর মধ্যেই সীমান্তে মানবিকতা দেখালো বিজিবি-বিএসএফ। তাদের সহায়তায় সাতক্ষীরার ভোমরা সীমান্তের জিরো লাইনে বাংলাদেশি মাকে শেষ বিদায় জানিয়েছেন ভারতে বসবাসরত তার মেয়ে।
মৃত আসিয়া বেগম (৮০) সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবহাটা গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর স্ত্রী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ঘোজাডাঙ্গা জিরো লাইনে বাংলাদেশি মৃত মাকে শেষবিদায় জানিয়েছে ভারতে বসবাসরত মেয়ে।
মৃত্যুর আগে আসিয়া বেগম ভারতে বসবাসরত তার মেয়ের কাছ থেকে শেষবিদায় নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন।