জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘ডি’, ‘ই’ ইউনিট ও আইবিএ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল উপাচার্যের কাছে হস্তান্তর করেন সংশ্লিষ্ট ইউনিটের ডিন ও পরিচালকরা।
এ সময় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা ও ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরিচালক অধ্যাপক আইরিন আক্তার ছিলেন।
তারা ‘ডি’, ‘ই’ ও আইবিএ-জেইউর ফলাফল উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের কাছে হস্তান্তর করেন। এবছর ‘ডি’ ইউনিটে ছাত্রীদের মোট আবেদন জমা পড়েছিল ৪৭ হাজার ৬৯২টি। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩৯ হাজার ৯৬৮ জন। পাস করেছেন ১৭ হাজার ৬৬৪ জন।