কুমিল্লা চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরী নিলয় নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহাসড়কের ফকির বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জসিম উদ্দিন এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট প্রতিনিধি ছিলেন। নিহতের সহকর্মীদের সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলেন নিলয়। পথে দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছিটকে পড়েন তিনি। পরে আহত নিলয়কে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, আজ বিকেলেও জসিম উদ্দিন নিলয় থানায় এসেছিলেন একটি কাজে। তার মৃত্যুর খবর শুনেছি।...
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত
অনলাইন ডেস্ক
![কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739384572-b0133537d3d89d8c1861dd8e3e3b240b.jpg?w=1920&q=100)
আশুলিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫
![আশুলিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739376967-1dee749b4005e100fccbb0dd8294186e.jpg?w=1920&q=100)
ঢাকার সাভারের আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিভর্তি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। এর আগে মঙ্গলবার রাতভর আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জ জেলার সদর থানার ছোনগাছা গ্রামের মো. মিন্টু মিয়ার ছেলে রানা মিয়া (৩২), ঢাকার আশুলিয়া থানার খেজুরবাগান গ্রামের মৃত নূরুল হকের ছেলে ও আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান (৩৮), একই থানার রোস্তমপুর গ্রামের মৃত জগন্নাথ শাহার ছেলে বিজয় গোপাল শাহা (৬৫), কাঠগড়া...
কক্ষে তালা দেওয়া নিয়ে আ.লীগ ও ছাত্র-জনতার সংঘর্ষ
অনলাইন ডেস্ক
![কক্ষে তালা দেওয়া নিয়ে আ.লীগ ও ছাত্র-জনতার সংঘর্ষ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739375650-c4911a70666973f5be0c4b834fa13c13.jpg?w=1920&q=100)
যশোরের কেশবপুরে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে তালা দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্র-জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্র-জনতার পক্ষের ইউনুস হোসেন, আবু সাঈদ, মেহেদী হাসান রনি, সাগর, রকি, গোলাম মোস্তফা, আকাশ, নাঈম এবং চেয়ারম্যানের পক্ষের তার ভাই কাজী মুজাহিদুল ইসলাম পান্না ও কাজী মাজহারুল ইসলাম সোনা সহ মোট ২২ জন আহত হন। ৯ জনকে কেশবপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। বুধবার দুপুরে ছাত্র-জনতা ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের...
মাদারীপুরের শিবচরে ট্রাক-নছিমন সংঘর্ষে নিহত ১
অনলাইন ডেস্ক
![মাদারীপুরের শিবচরে ট্রাক-নছিমন সংঘর্ষে নিহত ১](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739374833-18bbb93696441bf9e5ec447d7381aeaa.jpg?w=1920&q=100)
মাদারীপুরে শিবচরে ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমন চালক সাগর সরদার (৩৫) নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সাগর সরদার বুধবার শিবচর বাজারের দোকানে টিন পৌঁছে দিয়ে নছিমন নিয়ে বিকেলে ৫টার দিকে শরীয়তপুর ফিরছিলেন। তার নছিমনটি দ্বিতীয়খন্ড ইউনিয়নের নদীর পাড় এলাকায় আসলে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সাগর সরদার নছিমন থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাগর সরদার শরীয়তপুর জেলা পালং উপজেলা রুদ্রকর গ্রামের কুদ্দুস সরদারের ছেলে। খবর পেয়ে শিবচর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিবচর থানার ওসি মো. রতন শেখ (পিপিএম) বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর