অল্প টাকায় লিবিয়া দিয়ে ইতালি নেয়ার প্রলোভন। এরপর লিবিয়ার বন্দি শিবিরে আটকে রেখে ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে হাওয়া বেগম ও বাবুল মাতুব্বর নামে দুই দালালের বিরুদ্ধে। মাফিয়াদের ভয়াবহ নির্যাতনের পরও নিখোঁজ মাদারীপুর সদর উপজেলার হাউসদী গ্রামের তিন যুবক। এই ঘটনায় আদালতে মামলা হলেও ধরাছোয়ার বাইরে দালাল চক্র। উল্টো ভুক্তভোগীদের মিথ্যা মামলার হুমকি দিচ্ছে দালালরা। তবে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এই ঘটনায় লিবিয়ায় অবস্থানরত এক দালালের হুমকির অডিও রেকর্ডে এসেছে এই প্রতিবেদকের হাতে। মাদারীপুর সদর উপজেলার মধ্য হাউসদী এলাকার বাবুল ফকিরের ছেলে মারুফ হোসেন এবং তার ভাগনে মহিউদ্দিন মোড়ল লিবিয়ায় অবস্থানরত দালালের কাছে বন্দি। লিবিয়ার অবস্থানরত এক দালাল বাবুল ফকিরকে হুমকি দিচ্ছে। তার হুমকির অডিও রেকর্ড হুবহু তুলে ধরা হলো: বাবুল ফকির...
‘আজকে এক লাখ, পরশু পাঁচলাখ করে দুইজনে দশ লাখ দিবি’
মাদারীপুর প্রতিনিধি

দেশে এক মাসে ৩০০’র বেশি হত্যা
নিজস্ব প্রতিবেদক

দেশে মার্চ মাসে ৩১৬টি হত্যাকাণ্ড ঘটেছে। প্রতিটি খুনের ঘটনায় মামলা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে। সে অনুযায়ী গড়ে প্রতিদিন ১০টির বেশি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি মাসেও এই ধারা অব্যাহত রয়েছে। গত ২৩ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন থানায় শতাধিক খুনের ঘটনায় মামলা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। সর্বশেষ আলোচিত ঘটনার মধ্যে রয়েছে রাজধানীর বনানীতে তুচ্ছ ঘটনায় বেসরকারি প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ড। সম্প্রতি এ ধরনের তুচ্ছ কারণে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডের তথ্য বিশ্লেষণ করে বেশ কয়েকটি কারণ পাওয়া গেছে। সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, মূল্যবোধের অবক্ষয়ে সামাজিক সহিংসতা চরম আকার ধারণ করায় এসব হত্যার ঘটনা ঘটছে। এতে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল নিজের ঘরও সময়ে সময়ে অনিরাপদ...
ভূমি অফিসে ঘুষের মচ্ছব
নিজস্ব প্রতিবেদক

ভূমিসেবা দুর্নীতিমুক্ত রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিভিন্ন উদ্যোগের পরও এই সেবা খাতে দুর্নীতি কমার লক্ষণ দেখা যাচ্ছে না। তৃণমূল থেকে ওপরের দিকে বিভিন্ন ভূমি অফিস যেন ঘুষের হাট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি বলছে, সেবা খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয় বিচারিক সেবায়। এর পরই আছে ভূমি, ব্যাংকিং, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৩ শীর্ষক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছিল। টিআইবি বলছে, ২০২৩ সালে ঘুষের শিকার হয়েছে দেশের প্রায় ৫১ শতাংশ পরিবার (খানা)। সেবা নিতে গিয়ে ২০২৩ সালে খানা প্রতি ভূমি সেবায় ১১ হাজার ৭৭৬ টাকা ঘুষ দিতে হয়েছে। অবস্থা এখন কেমন, তা দেখতে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমের প্রতিনিধিরা বিভিন্ন স্থানে ভূমি অফিসে পরিস্থিতি দেখতে যান।...
আব্দুর রউফ বিএনপির দলীয় নেতা বা কর্মী নন
সাতক্ষীরা প্রতিনিধি

আব্দুর রউফ বিএনপির দলীয় নেতা বা কর্মী নন। আব্দুর রউফকে বিএনপির সাথে জড়িয়ে সকল প্রকার মিডিয়ায় প্রচার না করার জন্য সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে এক বিবৃতি এসব জানিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপি। এর আগে ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন সামাদকে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও আলীপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ মাহফিলের স্টেজ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আলোচনায় আসে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে তৌহিদী জনতা ব্যানারে মানববন্ধন করেছে আলেম-ওলামারা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে আব্দুর রউফকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। এদিকে, আব্দুর রউফের এমন কর্মকাণ্ডের বিএনপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ হওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর