দেশের এক বিভাগ ও তিন জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ। আজ শুক্রবার (২৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যদিও আবহাওয়া অধিদপ্তর বলছে, এ তাপপ্রবাহ আগামীকাল শনিবারও (২৬ এপ্রিল) অব্যাহত থাকতে পারে। আজ শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী বিভাগসহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আরও পড়ুন পাকিস্তানে সিন্ধুর পানি আটকাতে পারবে তো ভারত ২৫ এপ্রিল, ২০২৫ এ সময়...
দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ
অনলাইন ডেস্ক

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
প্রেস বিজ্ঞপ্তি

দীর্ঘ নয় বছর পর ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।আজ শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকার অফিসার্স ক্লাবে এক জরুরি সভার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন তেজগাঁও ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা শেষে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। যাতে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে মানসুর আলী, ডিসিটি ট্যাক্স ক্যাডার এবং সদস্য হিসাবে আবিদুর রহমান, সিনিয়র সহকারী সচিব, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর একান্ত সচিব এবং রাসেল মনির অতিরিক্ত পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ। পরবর্তীতে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে দুই সদস্যদের...
ঈদুল আজহায় ৫০ শতাংশ বোনাস পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
অনলাইন ডেস্ক

আগামী ঈদুল আজহায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর এসেছে। সরকার এবার উৎসব ভাতা হিসেবে তাদের মূল বেতনের ৫০ শতাংশ হারে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২৫ শতাংশ হারে উৎসব ভাতা পেয়ে থাকেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার তারা ৫০ শতাংশ হারে ভাতা পাবেন, যা তাদের জন্য বড় আর্থিক সহায়তা হতে পারে। এই নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকারের উপর বাড়তি ব্যয় হবে প্রায় ২২৯ কোটি টাকা। সম্প্রতি বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয় এবং অর্থ বিভাগের সম্মতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সূত্র জানিয়েছে, আগামী ঈদুল আজহা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে। শিক্ষা...
নর্থ সাউথে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ
অনলাইন ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি) প্রোগ্রামে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকালে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি গভর্ন্যান্সের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তর সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র আরও জানায়, আগামী সপ্তাহে ইএমপিজি প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে আসিফ মাহমুদের ভর্তির অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা হবে। news24bd.tv/DHL
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর