কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কাফি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলাটি করেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কলাপাড়ায় থানায় এ মামলাটি দায়ের করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোস্তাফিজুর রহমান। জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ধানমন্ডি ৩২ এর শেখ মুজিবের বাড়ি ধ্বংসে জনগণের নেতৃত্বে থাকায় পরিকল্পিতভাবে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে কাফি তার মামলায় উল্লেখ করেছেন। এ বিষয় কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, কাফির ঘর পোড়ানোর বিষয়ে ইতিমধ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার সর্বোচ্চ...
কাফির বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা
অনলাইন ডেস্ক
![কাফির বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739426391-e052a6e8756149c50dea635ac748b5d2.jpg?w=1920&q=100)
শরীয়তপুরে সবজির ভালো ফলন হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা
শরীয়তপুর প্রতিনিধি
![শরীয়তপুরে সবজির ভালো ফলন হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739425375-663704bab2b8a508ba93053c94ac1ebe.gif?w=1920&q=100)
শরীয়তপুরে সবজির ভালো ফলন হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। বাজারে দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ তো দূরের কথা, ভালোভাবে উঠছে না পরিবহন খরচও। এতে চরমভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। কৃষকদের দাবি, সরকারিভাবে সহযোগিতা করা না হলে অচিরেই বন্ধ হয়ে যাবে সবজি উৎপাদন। জাজিরার চর লাউখোলা এলাকার কৃষক আলমগীর হোসেন। চলতি মৌসুমে ২০ শতক জমিতে করেছেন বাঁধাকপির চাষ। সব মিলিয়ে তার খরচ হয়েছে ৩০ হাজার টাকা। বৃষ্টির কারণে আগের মৌসুমে ক্ষতিগ্রস্ত হলেও এ মৌসুমে ফলন ভালো হওয়ায় লাভের আশায় বুক বেঁধেছিলেন তিনি। তবে সেই আশায় গুড়েবালি। বাজারে সবজির দাম পতন হওয়ায় লাভ তো দূরের কথা পরিবহন খরচ উঠাতেই হিমশিম খাচ্ছেন এই কৃষক। আলমগীর হোসেন বলেন, ২৫ থেকে ৩০ হাজার টাকা বাঁধাকপিতে খরচ করেছি। সেখানে বিক্রি করছি মাত্র সাত থেকে আট হাজার টাকা। আমি একেবারে শেষ হয়ে গেছি। এভাবে...
মাঝ নদীতে চার ফেরি আটকা, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক
![মাঝ নদীতে চার ফেরি আটকা, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739407136-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মায় চারটি ফেরি আটকে পড়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়া গতকাল বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে ক্ষুদে বার্তার মাধ্যমে ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আরও পড়ুন কাফির পরিবারের পাশে দাঁড়াল সেনাবাহিনী ১২ ফেব্রুয়ারি, ২০২৫ মাঝ পদ্মায় আটকা ফেরিগুলো হলো- এনায়েতপুরী, জাহাঙ্গীর, রুহুল আমিন এবং গোলাম মোল্লা। বিআইডব্লিউটিসি জানায়, সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। পরে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় চারটি ফেরি আটকা...
‘জয় বাংলা’ গানে কিশোরীর নাচের ৮৩ সেকেন্ডের ভিডিও ভাইরাল, শিক্ষককে শোকজ
অনলাইন ডেস্ক
![‘জয় বাংলা’ গানে কিশোরীর নাচের ৮৩ সেকেন্ডের ভিডিও ভাইরাল, শিক্ষককে শোকজ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739389757-6766558c8a6444e378c963aedb93abe3.jpg?w=1920&q=100)
রাজবাড়ীর কালুখালী উপজেলার দেওয়ালী বথুনদিয়া পাঁচুরিয়া (ডি,বি,পি) উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জয় বাংলা বাংলার জয়, জয় বাঙালির জয় গানের সঙ্গে ছাত্রীর নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) ১ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রিজাউল ইসলামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার। নোটিশে বলা হয়েছে, দেওয়ালী বথুনদিয়া পাঁচুরিয়া (ডি,বি,পি) উচ্চ বিদ্যালয়ে গত ১১ ফেব্রুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলাকালে ছাত্রজনতার বিপ্লবের সাথে অসংগতিপূর্ণ গানে নৃত্য পরিবেশন করা হয়। যা ছাত্র জনতার বিপ্লবকে হতাশ করেছে। এই কার্যকলাপে কেন প্রধান...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর