মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ নতুন রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা (পারস্পরিক) শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা মার্কিন মিত্র ও প্রতিযোগী উভয় দেশের ওপর প্রভাব ফেলবে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে এবং যুক্তরাষ্ট্রের ভেতরে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা তৈরি করতে পারে। খবর এনডিটিভির। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমাদের মিত্ররা অনেক সময় শত্রুর চেয়েও খারাপ, কারণ তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে অন্যায্য সুবিধা নেয়। এই নতুন শুল্ক কাঠামো প্রতিটি বাণিজ্য অংশীদারের ওপর আলাদাভাবে প্রযোজ্য হবে এবং মূল্য সংযোজন করসহ (ভ্যাট) বিভিন্ন অর্থনৈতিক বিষয় বিবেচনায় নেওয়া হবে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে এই শুল্কনীতি ভারতের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি...
"মিত্ররাই শত্রুর চেয়ে খারাপ": ট্রাম্প
অনলাইন ডেস্ক
!["মিত্ররাই শত্রুর চেয়ে খারাপ": ট্রাম্প](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/14/1739475911-2ce6a22fec13a71aebe856ae0a482b45.jpg?w=1920&q=100)
ট্রাম্পের শুল্ক আরোপে চ্যালেঞ্জের মুখে ভারত, বৈঠকে ক্ষতি পোষানোর চেষ্টা করবেন মোদি
অনলাইন ডেস্ক
![ট্রাম্পের শুল্ক আরোপে চ্যালেঞ্জের মুখে ভারত, বৈঠকে ক্ষতি পোষানোর চেষ্টা করবেন মোদি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739467768-7f4392da6ce584fe35a1579f62a586c2.jpg?w=1920&q=100)
ট্রাম্পের প্রশাসন বাণিজ্যে ভারসাম্য আনতে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছে, যার ফলে ভারতও ক্ষতিগ্রস্তের পর্যায়ে। বিশেষ করে স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপিত শুল্ক ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। যদিও ট্রাম্পের প্রথম মেয়াদে মোদির সঙ্গে তার সম্পর্ক উষ্ণ ছিল, তবু বাণিজ্য নিয়ে তার কঠোর অবস্থান ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফরে মোদি বেশ কিছু বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। খবর রয়টার্সের। ভারতীয় কর্মকর্তাদের মতে, এ বৈঠকে মোদি যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত...
মিয়ানমারে প্রতারণা চক্রের আস্তানা থেকে মুক্ত বাংলাদেশিসহ ২৬০ বিদেশি
অনলাইন ডেস্ক
![মিয়ানমারে প্রতারণা চক্রের আস্তানা থেকে মুক্ত বাংলাদেশিসহ ২৬০ বিদেশি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739464156-d9a5ad42524fb50b500878ca78cf659b.jpg?w=1920&q=100)
মিয়ানমারের কারেন রাজ্যে একটি টেলিকম প্রতারণা কেন্দ্রে কাজ করতে বাধ্য করা ২০টি দেশের ২৬০ জনকে মুক্ত করেছে একটি জাতিগত সশস্ত্র গোষ্ঠী। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন বলে জানিয়েছে বিবিসি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত বিবিসির প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকৃতদের মধ্যে অধিকাংশই আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। তাদের গ্রহণ করেছে থাই সেনাবাহিনী এবং তারা মানব পাচারের শিকার হয়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে। সম্প্রতি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রা চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রতারণা কেন্দ্র বন্ধের প্রতিশ্রুতি দেন। এরপর থাই সরকার সীমান্ত এলাকায় অবস্থিত এসব প্রতারণা কেন্দ্রের বিদ্যুৎ ও জ্বালানির সংযোগ বিচ্ছিন্ন করে। পাশাপাশি ব্যাংকিং ও ভিসার নিয়ম কঠোর করা হয়, যাতে প্রতারকেরা...
মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি
অনলাইন ডেস্ক
![মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739463949-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
অবশেষে রাষ্ট্রপতি শাসন জারি করা হলো ভারতের উত্তর-পূর্ব রাজ্য মণিপুরে। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে সম্প্রতি পদত্যাগ করেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। ৯ ফেব্রুয়ারি ইস্তফা দেন বীরেন। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদত্যাগের চার দিনের মাথায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সহিংসতা কবলিত মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হলো। জানা যায়, রাজ্য বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর কেন্দ্র এই পদক্ষেপ নিয়েছে। দলীয় সূত্র জানায়, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পরই বীরেন ইস্তফা দেন। আরও পড়ুন আমরা বিএনপি পরিবারে নতুন ২ উপদেষ্টা মনোনিত ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ জানা গেছে, দিল্লির বিজেপি নেতৃত্বই বীরেনকে ইস্তফা দিতে নির্দেশ দিয়েছিলেন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর