বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের কেন্দ্রীয় কার্যালয়ে এ নির্বাচনে আহ্বায়ক হিসেবে জাকির হোসেন মঞ্জু এবং সদস্য সচিব পদে আতিক শাহরিয়া নির্বাচিত হয়েছেন। জাকির হোসেন মঞ্জু ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ল ডিপার্টমেন্টের শিক্ষার্থী আর আতিক শাহরিয়া নর্থসাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী। নির্বাচনে ভোট দেন সারা দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে মোট ৬৫ জন কাউন্সিলর। ভোটে আহ্বায়ক পদে ব্র্যাক ইউনিভার্সিটির ফারাবি জিসানকে হারান জাকির হোসেন মঞ্জু, তিনি পান ৪১ ভোট। আর পরাজিত প্রার্থী ফারাবি পান ১৭ ভোট। এছাড়া সদস্য সচিব পদে আতিক শাহরিয়া ৪২ ভোট...
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মঞ্জু, সদস্যসচিব আতিক
নিজস্ব প্রতিবেদক
![সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মঞ্জু, সদস্যসচিব আতিক](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739617158-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg?w=1920&q=100)
জাবিতে ভর্তি পরীক্ষা দিচ্ছেন পঞ্চাশোর্ধ্ব তাওহিদুর রহমান
অনলাইন ডেস্ক
![জাবিতে ভর্তি পরীক্ষা দিচ্ছেন পঞ্চাশোর্ধ্ব তাওহিদুর রহমান](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739594946-2736571c53efd3fce4a2c393d3748d3f.jpg?w=1920&q=100)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা দিতে এসেছেন মো. তাওহিদুর রহমান তাকু নামে পঞ্চাশ বছরের এক ব্যক্তি। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসেছেন এই ব্যক্তি। বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের মাইক্রোবায়োলজি বিভাগের ৪১৮ নম্বর রুমে তাঁর আসন। তাওহিদুর রহমান নওগাঁর এনায়েতপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল ও গয়রা তেঁতুলিয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম পাস করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে পড়াশোনায় অনেক বড় গ্যাপ পড়ে গেছে। তিনি আরও জানান, তাঁর বাড়ি নওগাঁ সদরে। দাখিল পরীক্ষা দিয়েছেন ২০২২ সালে, আর আলিম পরীক্ষা দেন ২০২৪ সালে। দীর্ঘদিন পর পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারে তাওহিদুর রহমান বলেন, আমি ১৯৮৯ সালে অসুস্থ হয়ে পড়ি। এরপর দীর্ঘদিন অসুস্থতার মধ্যেই কেটেছে। এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। ২০১৪ সালের পর...
উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের বিক্ষোভ, সিন্ডিকেট সভা স্থগিত
অনলাইন ডেস্ক
![উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের বিক্ষোভ, সিন্ডিকেট সভা স্থগিত](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739585929-fb1614dc7fca83afaeef3290e00d9abd.jpg?w=1920&q=100)
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য শুচিতা শরমিনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীদের একটি অংশ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে তার বাসভবনে ঢুকে বিক্ষোভ করেছেন। এ সময় উপাচার্য বাসভবনে অবস্থান করছিলেন। শিক্ষার্থীরা দাবি করেন, সিন্ডিকেট সভায় কোনো স্বচ্ছ এজেন্ডা নেই এবং গোপনীয়ভাবে ব্যক্তিস্বার্থে সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্যে এটি আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেট সভাটি স্থগিত করে ভার্চুয়ালি আয়োজনের সিদ্ধান্ত নেয়। দুপুর থেকেই শিক্ষার্থীরা উপাচার্যের বিরুদ্ধে সিন্ডিকেট থেকে দুই শিক্ষক প্রতিনিধিকে বাদ দিয়ে আওয়ামী লীগপন্থীদের পুনর্বাসনের অভিযোগ এনে আন্দোলন শুরু করেন। বিকেল সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন এবং পাতানো সিন্ডিকেট বাতিলের দাবি...
প্রেম বঞ্চিত সংঘের ‘বৈষম্যবিরোধী প্রেম যাত্রা’
রাজশাহী প্রতিনিধি
![প্রেম বঞ্চিত সংঘের ‘বৈষম্যবিরোধী প্রেম যাত্রা’](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/14/1739524492-05b6017b0adafec7922070a26488595c.jpg?w=1920&q=100)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৈষম্যবিরোধী প্রেম যাত্রা করেছে প্রেম বঞ্চিত সংঘ। এতে প্রেমের নামে বৈষম্যের প্রতিবাদ জানানো হয়। বিদেশি সংস্কৃতির বিরোধীতা করে ভ্যালেন্টাইনস ডে বিরোধী প্রচারণা করেছে দাওয়াহ কমিউনিটি। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে এসব ঘটনা ঘটে। প্রেম বঞ্চিত সংঘের সভাপতি শাহ পরান বলেন, পেশা-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে প্রেমের সমান বন্টন থাক। এই প্রেম ব্যক্তির সঙ্গে প্রকৃতির কিংবা ব্যক্তির সঙ্গে পশু-প্রাণীরও হতে পারে। প্রেমের নামে যেকোন বৈষম্য নিপাত যান সেজন্যই আমাদের এই কর্মসূচি। জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রেম বঞ্চিত সংঘ। ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশ হয় এবং প্রেমে বৈষম্য নিপাত চেয়ে গণস্বাক্ষরের আয়োজন করেন তারা। বৃক্ষরোপণ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর