নবম বারের মত শহী ও মোঘল ঘরানার খাবারের সমারোহ নিয়ে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) আয়োজিত ইফতার বাজারের শেষদিন ছিলো আজ শুক্রবার (২৮ মার্চ)। পবিত্র রমজান মাসেজুড়ে জমে উঠেছিলো এখানকার ইফতার বাজার। ভোজন রসিকদের অন্যতম আকর্ষণ কোফতা, কাবাব, বিরিয়ানি ও পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী এবং তারই বিকল্প হিসেবে জনপ্রিয়তা পেয়েছিল আইসিসিবিতে জমে ওঠা ইফতার বাজার। মুখরোচক নানান খবরের মধ্যে উল্লেখযোগ্য কাবাব, টার্কিশ পরোটা, কিমা পরোটা, মোরগ পোলাও, কাচ্চি, বিরিয়ানি সহ জাফরানি ও মালাই জিলাপি এবং তার পাশাপশি রয়েছে নানান শরবতের সমারোহ। নতুন ঢাকার মানুষের যাতায়াতের ভোগান্তি দূর করে তাদের পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী এই মুখরোচক খাবার তুলে দিতে পেরে খুশি আয়োজকরাও জানান সন্তুষ্টির কথা। আইসিসিবির কর্তৃপক্ষ জানান, নতুন ঢাকার বাসিন্দাদের...
আইসিসিবিতে ইফতার বাজারের শেষদিন
নিজস্ব প্রতিবেদক

চিরচেনা রূপে সদরঘাট, ঈদ যাত্রায় লঞ্চে উপচে পড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক

ঈদকে কেন্দ্র করে রাজধানীর সদরঘাট ফিরেছে সেই চিরচেনা রূপে। লঞ্চগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। আজ শুক্রবার (২৮ মার্চ) সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখওয়াত হোসেন জানান, কোন লঞ্চ অতিরিক্ত যাত্রী ও বেশি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদিকে আজ বিকেল থেকেই লঞ্চ ঘাটে আসতে থাকেন ঘরমুখো মানুষ। সন্ধ্যার মধ্যেই প্রতিটি লঞ্চ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেক যাত্রী আশ্রয় নেন ছাদেও। যেকোনো ধরণের দুর্ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।...
ঈদে রাজধানীর নিরাপত্তায় ‘অক্সিলারি ফোর্স’ ৪২৬ জনকে নিয়োগ
অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা নগরীর নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-কে বাড়তি বেগ পেতে হয়। তাই বাড়তি নিরাপত্তা নিশ্চিতে এবার পুলিশকে সহায়তা করতে প্রথমবারের মতো বেসরকারি নিরাপত্তাকর্মীকে অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীটি। এবার অক্সিলারি ফোর্সে ৪২৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, পুলিশকে সহায়তা করার জন্য অক্সিলারি ফোর্স হিসেবে ইতোমধ্যে ৪২৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা ইতোমধ্যে বিভিন্ন আবাসিক এলাকা, বিপণিবিতান ও বাণিজ্যিক এলাকাগুলোতে কাজও শুরু করেছেন। নগরীর নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের তারা সহযোগিতা করবেন। তবে কারা অক্সিলারি ফোর্স নিয়োগ...
বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা
নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করেছে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন, কাউসার (১৯), ইব্রাহিম (১৯), আল আমিন (২০), রাসেল (২০), শহিদুল ইসলাম শাওন (২২), নুর উদ্দিন (৪৩) ও পারভেজ (২৩)। তাদের দস্যুতা, দ্রুত বিচার আইন, মাদক, সন্ত্রসাবিরোধী আইন, ফৌজদারি কার্যবিধি আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে কেউ কেউ ওয়ারেন্টভুক্ত আসামি। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় মোহাম্মদপুর থানা। news24bd.tv/আইএএম...