মানিকগঞ্জের শিবালয়ে যাত্রীদের চাপ বৃদ্ধি পাওয়ায় ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহন শুরু করে লঞ্চ কর্তৃপক্ষ। মূলত এ অভিযোগের ভিত্তিতে চার লঞ্চ মালিককে ২২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২৯ মার্চ) দিনভর শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরিচা লঞ্চ ঘাট থেকে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে লঞ্চ মালিক নজরুল ইসলামকে পাঁচ হাজার টাকা, দীপু মিয়াকে ৬০০ টাকা ও মো. লিটনকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পাটুরিয়া লঞ্চঘাটে একই অপরাধে মেসার্স সাইম শিপিং লাইসেন্সের ম্যানেজার আমজাদ হোসেনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। আরও পড়ুন তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, ঈদে যেমন থাকবে আবহাওয়া ২৯ মার্চ, ২০২৫ এ প্রসঙ্গে পাটুরিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী বলেন,...
যাত্রীদের চাপ বাড়ায় যা করলেন লঞ্চ মালিকরা
অনলাইন ডেস্ক

ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ছুটছে ঘরমুখো মানুষ
টাঙ্গাইল প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে ঘর মুখো হচ্ছে মানুষ। এতে করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। যানবাহনের চাপ থাকলেও মহাসড়কে নেই যানজট। অনেকেই আবার খরচ বাঁচাতে পণ্যবাহী ট্রাক-পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন। প্রচণ্ড রোদের মধ্যে ট্রাক-পিকআপে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছে শিশু, বৃদ্ধ, নারী ও পুরুষ। আজ শনিবার (২৯ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এমন দৃশ্য দেখা যায়। যাত্রীরা খোলা ট্রাক-পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন। গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে অনেকেই খরচ বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপ করে গন্তব্যে পৌঁছাচ্ছে। আফরোজা আক্তার নামের এক ট্রাকের যাত্রী বলেন, বাসে আসলে দ্বিগুণ ভাড়া দিতে হয়। বাসে তেমন আসা যাচ্ছে না। গাড়ি ভর্তি থাকায় উঠাতে চায় না। বাসে...
ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় হুসাইন ওরফে ভোলা (২০) ট্রাক্টর চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর রেল স্টেশনের ২০০ গজ দূরে সোয়াদী গ্রামের রেলগেটে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাত ১২ টার দিকে সোয়াদী গ্রাম থেকে ট্রাক্টরে করে মাটি নিয়ে সাফদারপুরের দিকে যাচ্ছিল পথিমধ্যে সোয়াদী গ্রামের রেল গেট পার হওয়ার সময় হঠাৎ করেই রেললাইনের উপর ট্রাক্টরটি বিকল হয়ে যায়। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে বিকল হয়ে যায় ট্রাক্টরটি ও ঘটনাস্থলেই মারা যান চালক হুসাইন। নিহত হুসাইন চুয়াডাঙ্গার দর্শনা থানার গয়েরপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তবে এলাকাবাসীর অভিযোগ গেটম্যান ডিউটিতে না থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। কোটচাঁদপুর রেল...
ঘাতক বাস কাড়ল আপন তিন ভাইয়ের প্রাণ
বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন তিন ভাই নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ, মো শান্ত ও মো. নাদিম। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি বাস পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ার তাদের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর