এ যেনো রীতিমতো বাড়ি ছাড়ার হিড়িক! এইতো গত জানুয়ারি মাসে শাহরুখ খান মান্নাত ছেড়ে উঠেছিলেন ভাড়া বাড়িতে। যদিও তিনি জানিয়েছেন, বাড়িতে কাজ করার কারণে আপাতত ২ বছর থাকবেন ভাড়া বাড়িতে। যদিও অনেকেই মনে করছেন সাইফ আলি খানের বাড়িতে হামলার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বলিউড বাদশাহর পর এবার একই রাস্তায় হাঁটতে চলেছেন আমির খানও। সম্প্রতি জানা গেছে, আমিরও নাকি বান্দ্রার বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন? কোথায় যাচ্ছেন? কেনই বা যাচ্ছেন? খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলি উঁকি দিচ্ছে নেটিজেনদের মনে। যদিও সে বিষয়ে যা জানা গেলো তা একটু অন্যরকম। আমির খান বর্তমানে যে অ্যাপার্টমেন্টে থাকেন, সেখানে এক জনপ্রিয় রিয়েল এস্টেট কোম্পানি বিশাল বড় আবাসন বানাতে চলেছেন। ভার্গো কো-অপারেটিভ হাউসিং...
মুম্বাইয়ে 'খান'দের বাড়ি ছাড়ার হিড়িক, কী ঘটছে সেখানে?
অনলাইন ডেস্ক

‘আপনারা হয়তো ভাবছেন বরবাদ ১০০ কোটিতে পৌঁছাবে, বরং...’
অনলাইন ডেস্ক

বরবাদ সিনেমা মুক্তির ২১ দিনের মাথায় প্রেক্ষাগৃহে হাজির হয়ে দেখলেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। মুক্তির ২১ দিনের মাথায় প্রেক্ষাগৃহে হাজির হয়ে বরবাদ সিনেমা দেখলেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। গতকাল সোমবার (২১ এপ্রিল) এয়ারপোর্ট সংলগ্ন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শোতে এসেছিলেন এই নায়ক। প্রিমিয়ার শো শেষে শাকিব খান বলেন, এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। দর্শক সিনেমাটার জন্য এত ভালোবাসা দিচ্ছে যা সত্যি অতুলনীয়। নতুন ছবির শুটিংয়ের কারণে সময় করতে পারিনি। আজ অবশেষে আসতে পারলাম। ঢাকাই সিনেমার মেগাস্টার বলেন, আপনারা হয়তো ভাবছেন, বরবাদ লাস্ট সিনেমা যেটা ১০০ কোটিতে গিয়ে পৌঁছাবে। তবে আমি মনে করি, এটা শেষ নয় বরং শুরু। গত বছর তুফান দেখেছি, ভালো বিজনেস করেছে। এ বছর বরবাদ এলো, তার চেয়েও ভালো বিজনেস করল। আগামীতে যেই...
অভিনেত্রী ববিতা অসুস্থ
অনলাইন ডেস্ক

অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন একসময়ের সারা-জাগানো জনপ্রিয় অভিনেত্রী ববিতা। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক স্ট্যাটাসে নিজেই একথা জানিয়েছেন সত্তরের দশকের নন্দিত এই নায়িকা। হাতে স্যালাইন লাগানো একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এবার দেশে এসে বেশির ভাগ সময় ঘরবন্দি হয়ে পড়েছি। তাই অসুস্থতা পিছু ছাড়ছে না। ১৯৬৮ সালে ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে ববিতার। এর পর থেকে নিয়মিতই অভিনয় করেছেন। কিংবদন্তি এই অভিনেত্রী তার ক্যারিয়ারে প্রায় ৩০০ সিনেমায় অভিনয় করে পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য দেশি-বিদেশি পুরস্কার। news24bd.tv/NS
রিয়া মনিকে তালাক দেওয়া প্রসঙ্গে ফের মুখ খুললেন হিরো আলম
অনলাইন ডেস্ক

পালক বাবা (আশ্রয়দাতা) আবদুর রাজ্জাকের মৃত্যুর পর স্ত্রী রিয়া মনিকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন আলোচিত ও সমালচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এবার বিচ্ছেদসহ নানা ইস্যু নিয়ে সোমবার (২১ এপ্রিল) হিরো আলম এক সংবাদ সম্মেলন করেন। তিনি জানিয়েছেন, খুব দ্রুতই রিয়া মনিকে তালাকনামা পাঠানো হবে। এ সময় সাংবাদিকরা অভিনেতা জিজ্ঞাসা করেন, রিয়া যদি তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে ফিরে আসতে চায় তাহলে তাকে গ্রহণ করবেন কি না? এমন প্রশ্নের জবাবে অভিনেতার সরল উত্তর, আমার পরিবার তাকে মেনে নেবেন না। তিনি কবে বিয়ে করবেন তাও জানিয়েছেন ওই সংবাদ সম্মেলনে। তিনি বলেন, এই মুহূর্তে পরিবারকে নিয়ে চিন্তাভাবনা করছি। এখনও এক সপ্তাহ হয়নি বাবা মারা গেছে। বাবার বিয়োগে সবাই শোকাহত। বিয়ে করার চিন্তা নেই। আগে পরিবারকে বাঁচাতে হবে। ছোট দুই সন্তানকে দেখাশোনার জন্য একজন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর