মাদারীপুরে অন্তত এক ডজন মামলার আসামি কামাল সরদারকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাতে পাঠানো হয়েছে। কামাল সরদারকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের নিজবাড়ি থেকে বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করা হয়। পরে সদর মডেল থানায় কামালকে হস্তান্তর করে ডিবি পুলিশের সদস্যরা। গ্রেপ্তার কামাল সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের মৃত কেরামত সরদারের ছেলে। তিনি ওই ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে চাপাতলীতে অভিযান চালায় ডিবি পুলিশ। পরে নিজবাড়ি থেকে কামাল সরদারকে গ্রেপ্তার করা হয়। পরে থানা-পুলিশের কাছে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। মাদারীপুরের পৌরসভার থানতলীতে মারামারির মামলায় কামালকে গ্রেপ্তার...
ডজন মামলার আসামি ‘গ্রাম পুলিশ’ কামাল সরদার
মাদারীপুর প্রতিনিধি

সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু
বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে শুরু হয়েছে মধু বহরণ মৌসুম। শুক্রবার সকাল থেকে বাগেরহাটের পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই বন অফিস থেকে মধু আহরণের অনুমতিপত্র (পাস) দেওয়া শুরু হয়। প্রতি বছর ১ এপ্রিল থেকে মধু আহরণ শুরু হলেও এ বছর ঈদুল ফিতরের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। তবে এবার মধু আহরণে মৌয়ালদের সুন্দরবনে যাওয়ার আগ্রহ অনেকটাই কম। সুন্দরবনে নতুন করে বনদস্যুদের তৎপরতা শুরু হওয়ায় হাতে অপহরণের ভয় বিরাজ করছে মৌয়ালদের মধ্যে। আবার বনদস্যুদের ভয়ে লাখ লাখ টাকা দাদন দিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না মধু ব্যবসায়ীরাও। ফলে মৌয়াল ও নৌকার সংখ্যা এবার অনেকটা কম বলে জানিয়েছে সুন্দরবন বিভাগ। আগামী ১৫ মে পর্যন্ত চলবে সুন্দরবনে মধু আহরণ। বাগেরহাটের পূর্ব সুৃন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিস জানায়, এ বছর মৌয়াল ও নৌকার সংখ্যা অনেক কম। প্রথম দিনে মধু আহরণের জন্য মাত্র ১৮টি নৌকায় পাস নিয়েছে।...
৪ দিন পর খোলপেটুয়া নদীর বাঁধ মেরামত, স্বস্তির নিঃশ্বাস
মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর ভেঙে যাওয়া বাঁধটি দীর্ঘ ৪ দিন পর শক্রবার দুপুরে জিও টিউবের মাধ্যমে রিংবাঁধ দিয়ে পানি আটকাতে সক্ষম হয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফলে লোকালয়ে নদীর জেয়ারের পানি প্রবেশ বন্ধ হওয়ায় এলাকা বাসীর মধ্যে স্বস্থি ফিরেছে। তবে ৫ দিন আগে ভেঙে যাওয়া অংশ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে ১১টি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ে ২০ হাজার পারবার। সকাল থেকে নদীর ভাঙ্গন এলাকা দিয়ে দূর্গত এলাকার পানি ভাটিতে নদীতে নামতে থাকে। তবে এখনো বসত বাড়িতে ওঠান আঙিনায় মাঠে ঘাটে পানি জমে থাকায় জন দূর্ভোগ চরম আকার ধারণ করেছে। এখনও কৃষকের স্বপনে বোনা পাকা ধান ও মাছের ঘের তলিয়ে থাকায় সর্বশান্ত হয়ে পড়েছে উপকুলবাসী। গত ৩১ মার্চ সকালে ঈদ নামাজের পরপরি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর আওতাধীন ৭/২ পোল্ডারের আনুলিয়া ইউনিয়নের বিছট এলাকায় খোলপেটুয়া...
দৌলতদিয়া ঘাটে নেই চাপ, স্বস্তিতে কর্মস্থলে ফিরছে মানুষ
অনলাইন ডেস্ক

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট হয়ে কর্মস্থলে ফিরছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পর্যাপ্ত ফেরি, লঞ্চ ও মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই সহজেই ঘাট পার হচ্ছে যানবাহন ও যাত্রীরা। শুক্রবার (৪ মার্চ) সকালে ঘাটে কোন চাপ না থাকলেও দুপুর থেকে ফেরিঘাটে যাত্রীদের ভিড় ও যানবাহনের চাপ দেখা গেছে। তবে ১৭টি ফেরি ও ২২টি থেকে ২৩টি লঞ্চ ঘাটে চালু থাকায় কোনো রকম দেরি ও ভোগান্তি ছাড়াই যানবাহন এবং যাত্রীরা ফেরিতে উঠতে পারছেন। পুলিশের কঠিন নজরদারি থাকায় এবার ঈদ ফেরত যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পার হতে পারছে দৌলতদিয়া ঘাট দিয়ে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে কোনো প্রকার যানজট বা ভোগান্তি নেই। এ নৌরুটে ছোট...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর