রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৩ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া নদীবন্দরের জন্য পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে তিনি জানান, সকাল ৯টার মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটা বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। news24bd.tv/RU
যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
অনলাইন ডেস্ক

চাঞ্চল্যকর দুই ভিডিও ফাঁসে বিপাকে পড়েছে পুলিশ
অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানো এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হত্যা চাঞ্চল্যকর ঘটনা দুটি ঘটেছে মাত্র ১০ দিনের ব্যবধানে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, দুই ঘটনায় সংবাদমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় ছবি, পরিচয় প্রচার ও ভিডিও ফাঁস হওয়ায় আসামিরা লাপাত্তা হয়েছেন। সর্বাত্মক চেষ্টা করেও আসামিদের গ্রেপ্তার করতে পারছে না পুলিশ। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সন্দেহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা আলোচিত মোটিফ ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানোর ঘটনায় জড়িত যুবক দেশ ছেড়ে পালিয়েছে। যদিও গত ১৪ এপ্রিল পয়লা বৈশাখের শোভাযাত্রার শুরুর আগেই তাকে গ্রেপ্তারের সুখবর দিতে চেয়েছিল ডিএমপি। গত রোববার (১৩ এপ্রিল) দুপুরে নববর্ষের নিরাপত্তা ব্রিফিংয়ে স্বপ্রণোদিত হয়ে ডিএমপি কমিশনার শেখ মো....
২০ লাখ লিটার পাম অয়েল কিনছে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য দুই কোটি ২০ লাখ লিটার পরিশোধিত পাম অয়েল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (২২ এপ্রিল) অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি তা অনুমোদন দিয়েছে বলে এক সংবাদ বিবৃতিতে জানানো হয়। জানা গেছে, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে এই তেল ভর্তুকি মূল্যে বিক্রির করা হবে। ক্রয় করা প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৬২ টাকা ১৯ পয়সা। এতে দুই কোটি ২০ লাখ লিটার পাম অয়েল কিনতে মোট ব্যয় হবে ৩৫৬ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এই ভোজ্যতেল ক্রয় করবে। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা টিসিবির ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ভোজ্যতেল কেনার লক্ষ্যমাত্রা রয়েছে ২৮ কোটি...
বুধবার সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের আহ্বান
নিজস্ব প্রতিবেদক

আজ বুধবার সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের আহ্বান জানিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানানো সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকেড থেকে এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাবি, প্রাইভেট, ঢাকা কলেজ, জবিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় মোড়ে অবস্থান করতে দেখা যায়। এ এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের কুয়েটের ভাইয়েদের ক্লাসের বাইরে রেখে আমরা ক্লাসে যাবো না। তারা আগামীকাল ক্লাসে যাবেন না বলে ঘোষণা দেন। তারা বলেন, তাদের এক দাবি, কুয়েট ভিসির পদত্যাগ। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। কুয়েট শিক্ষার্থীদের সাথে মিল রেখে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতীকী অনশন পালনের আহ্বানও জানান শিক্ষার্থীরা। আর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর