ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য দুই কোটি ২০ লাখ লিটার পরিশোধিত পাম অয়েল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (২২ এপ্রিল) অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি তা অনুমোদন দিয়েছে বলে এক সংবাদ বিবৃতিতে জানানো হয়। জানা গেছে, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে এই তেল ভর্তুকি মূল্যে বিক্রির করা হবে। ক্রয় করা প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৬২ টাকা ১৯ পয়সা। এতে দুই কোটি ২০ লাখ লিটার পাম অয়েল কিনতে মোট ব্যয় হবে ৩৫৬ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এই ভোজ্যতেল ক্রয় করবে। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা টিসিবির ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ভোজ্যতেল কেনার লক্ষ্যমাত্রা রয়েছে ২৮ কোটি...
২০ লাখ লিটার পাম অয়েল কিনছে সরকার

বুধবার সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের আহ্বান
নিজস্ব প্রতিবেদক

আজ বুধবার সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের আহ্বান জানিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানানো সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকেড থেকে এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাবি, প্রাইভেট, ঢাকা কলেজ, জবিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় মোড়ে অবস্থান করতে দেখা যায়। এ এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের কুয়েটের ভাইয়েদের ক্লাসের বাইরে রেখে আমরা ক্লাসে যাবো না। তারা আগামীকাল ক্লাসে যাবেন না বলে ঘোষণা দেন। তারা বলেন, তাদের এক দাবি, কুয়েট ভিসির পদত্যাগ। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। কুয়েট শিক্ষার্থীদের সাথে মিল রেখে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতীকী অনশন পালনের আহ্বানও জানান শিক্ষার্থীরা। আর...
বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে কাতার
অনলাইন ডেস্ক

বাংলাদেশে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বিষয়ক সদ্য মেয়াদোত্তীর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন এবং বাংলাদেশে প্রস্তাবিত স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের কারিগরি বিশদ নিয়ে কাজ করার সম্মতি দিয়েছে কাতার। কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি মঙ্গলবার (২২ এপ্রিল) দোহায় আর্থনা সামিটের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমরা বাংলাদেশের সর্বোচ্চ সহযোগিতা করতে চাই এবং তা অব্যাহত রাখবো। ২০১৭ সালের সেপ্টেম্বরে কাতার গ্যাসের সঙ্গে বাংলাদেশ ১৫ বছরের জন্য ১.৫-২.৫ মিলিয়ন টন প্রতি বছর এলএনজি আমদানির লক্ষ্যে একটি বিক্রয় ও ক্রয় চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় প্রতি বছর ৪০টি কার্গো আমদানি হচ্ছে। ২০২৩ সালের জুনে দ্বিতীয় একটি এলএনজি এসপিএ স্বাক্ষরিত...
প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের জ্বালানি মন্ত্রীর বৈঠক
অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন কাতারের জ্বালানি বিষয়ক মন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি। মঙ্গলবার (২২ এপ্রিল) দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে এ বৈঠকে মিলিত হন তারা। বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতারের আমিরের মা এবং কাতার ফাউন্ডেশনের চেয়ারপার্সন শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের চেয়ারপার্সন শেখ থানি বিন হামাদ বিন খলিফা আল-থানির সঙ্গেও এক বৈঠকে যোগ দেন। এছাড়া তিনি কাতার চ্যারিটির আন্তর্জাতিক অপারেশনস সেক্টরের সহকারী প্রধান নির্বাহী...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর