তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির আমিনবাজার ডিআরএসে জরুরি রক্ষণাবেক্ষন কাজের জন্য বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। আজ বুধবার (২ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা সাভার ও হেমায়েতপুর এলাকা এবং ঢাকা মহানগরীর আমিনবাজার, মিরপুর এলাকা, মিরপুর রোডের উভয় পাশের এলাকা, শ্যামলী, আদাবর, আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, হাজারীবাগ, কামরাঙ্গীরচর এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। এ ছাড়া কেরাণীগঞ্জ (খোলামুড়া থেকে কলাতিয়া, হযরতপুর) হাতিরপুল, ফার্মগেট, আজিমপুর, নিউমার্কেট, লালবাগ, শাহবাগ এবং তৎসংলগ্ন...
সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে
অনলাইন ডেস্ক

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী জনস্রোত, কর্মস্থলে ফেরা শুরু
নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন বিভিন্ন পেশার মানুষ। ঈদের তৃতীয় দিন থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সীমিত পরিসরে রাজধানীতে ফেরার প্রবণতা দেখা যাচ্ছে। ব্যক্তিগত কাজে আর ভোগান্তি এড়াতে বুধবার (২ এপ্রিল) ভোর থেকে সদরঘাট ও বিভিন্ন বাস টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরকারি হিসাব অনুযায়ী, এবারের ঈদে প্রায় এক কোটি মানুষ ঢাকা ছেড়েছিলেন। তবে ঈদ শেষে এখনও রাজধানী ছাড়ছে অনেকে। এদিকে, পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে রাজধানীতে পুনরায় চালু হয়েছে গণপরিবহন ও রেল যোগাযোগ। রেল কর্তৃপক্ষ জানায়, ঢাকায় ফেরার তুলনায় এখনো ঢাকা ত্যাগ করা যাত্রীর সংখ্যা বেশি। তবে কর্মস্থল চালু হওয়ার আগমুহূর্তে রাজধানীমুখী চাপ অনেক বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।...
ঈদ আনন্দমেলার শেষ দিনে মানুষের ঢল, সময় বাড়ানোর দাবি
নিজস্ব প্রতিবেদক

আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে ঈদ আনন্দমেলার শেষ দিনে মানুষের ঢল নেমেছে। মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। প্রত্যাশার থেকেও কয়েকগুণ বেশি বিক্রি হচ্ছে মেলার স্টলগুলোতে, যা মেলার সফলতা এবং উদ্যোক্তা ও ক্রেতাদের খুশি করেছে। মেলার সময় বাড়ানোর দাবিতে অংশগ্রহণকারী উদ্যোক্তারা এবং ক্রেতারা বলছেন, ঈদের সময় ঢাকায় যানজট না থাকায় মেলা জমে উঠেছে বেশ। তারা মনে করছেন, যদি মেলার সময় অন্তত এক সপ্তাহ করা যেতো তবে মানুষের আনন্দ আরও বাড়তো। এছাড়া মেলার আরও বিস্তৃত পরিসরের কথা বলছেন তারা। এদিকে, মেলায় ঘুরতে আসা শিশুরাও সময় বাড়ানোর দাবি জানিয়েছে, তারা আরো কিছু দিন আনন্দমেলায় সময় কাটানোর জন্য অপেক্ষা করছে বলে জানায়। ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বললে তারা জানান, মেলা অত্যন্ত জমে উঠেছে এবং তাদের ব্যবসা ভালো চলছে। এক...
ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়
অনলাইন ডেস্ক

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় লেগে আছে। মঙ্গলবার (১ এপ্রিল) ভোর থেকে বিভিন্ন আন্তঃনগর ও কমিউটার ট্রেনে বাড়ি ফেরার জন্য স্টেশনে ভিড় করেন যাত্রীরা। আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রীর চাপ কিছুটা কম থাকলেও কমিউটার ট্রেনে টিকিটের জন্য উপচেপড়া ভিড় দেখা গেছে। যাত্রীরা অভিযোগ করেছেন, টিকিটের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে এবং অনেক ট্রেনের টিকিট পর্যাপ্ত পরিমাণে ছাড়া হচ্ছে না। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে প্রতি পাঁচটি টিকিটের চাহিদার বিপরীতে মাত্র একটি আসনের টিকিট দেওয়া হচ্ছে। অতিরিক্ত যাত্রীদের জন্য দেওয়া হচ্ছে চারটি স্ট্যান্ডিং টিকিট, যাতে সবাই ট্রেনে উঠতে পারেন। news24bd.tv/DHL
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর