নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ ৬ জন আহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার দরবেশপুর এলাকার মাইজদী টু চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের হাওলাদার বাড়ির আব্দুল বারিক হেকিমের মেয়ে কহিনুর হোসেন (৫৫), চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার আনোয়ারের ছেলে শাহরিয়ার (৯), তার মেয়ে সামিয়া আক্তার (১৪) ও রুহি (১১), একই ওয়ার্ডের ইকবালের ছেলে তাওহিদ (৫), তার মেয়ে শাহনা (১০)। স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে জেলা শহর মাইজদী থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা জেলার বেগমগঞ্জের চৌরাস্তা এলাকার উদ্দেশে রওনা করে।পথে সিএনজিটি মাইজদী-চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে গেলে হঠাৎ অটোরিকশাটির...
নোয়াখালীতে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ আহত ৬
নোয়াখালী প্রতিনিধি

ভবিষ্যতে নতুন করে কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবো না: শিবির সভাপতি
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি

ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা নিজেদেরকে শহীদের উত্তরসূরী মনে করে, তাদের কাছে নতুন করে ভয় শঙ্কার কোনো জায়গা নেই। আমি ওয়াদা করছি, শহীদদের রক্তের বদলা নেওয়ার জন্য, ঋণ পরিশোধের জন্য আমরা লক্ষ লক্ষ যুবক জীবন দিতে প্রস্তুত আছি। আপনাদের আকুতি-আবেগ আমরা কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবো না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাদের মনে ক্ষোভ রয়েছে। বাংলাদেশে শুধু আওয়ামী ফ্যাসিবাদ নয়, অদূর ভবিষ্যতে নতুন করে কোনো ফ্যাসিবাদ-জুলুমতন্ত্র আমরা কায়েম হতে দেবো না। বুধবার (২ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর শহর শিবির শাখার ব্যানারে আয়োজিত শহীদ পরিবেরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়। জাহিদুল ইসলাম বলেন, আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার...
এপ্রিলে একাধিক তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের শঙ্কা
অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এপ্রিলে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এপ্রিলে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ৫ থেকে ৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া, ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখি ঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে। এ মাসে ২ থেকে ৪টি মৃদু (৩৬-৩৭.৯C) ও মাঝারি (৩৮-৩৯.৯C) এবং ১ থেকে ২টি তীব্র (৪০-৪১.৯C) তাপপ্রবাহ দেখা দিতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিল মাসে দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ থাকতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে দেশের...
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একই স্থানে ১৭ জন নিহত
বিপজ্জনক বাঁকে মহাসড়কটি যেন এক মৃত্যুফাঁদ।
নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দুপাশে রয়েছে ঘন জঙ্গল। সেই সাথে রয়েছে বিপজ্জনক বাঁক। দূর থেকে বাঁকগুলো চোখে পড়ে না। তাই মহাসড়কটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। মহাসড়কটিতে একই স্থানে পরপর ৩ দিনে ঘটেছে ৩টি দুর্ঘটনা। এতে ১৭ জন নিহতসহ আহত হয়েছে অন্তত ২৭ জন। দুর্ঘটনার বিষয়ে পুলিশ বলছে, একাধিক কারণে এ মহাসড়কে ঘটছে দুর্ঘটনা। তবে দুর্ঘটনা কমাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চারলেনে উন্নীত করা ছাড়া বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুমোদন না থাকলেও মহাসড়কে চলছে অনেক ফিটনেসবিহীন যান ও নিষিদ্ধ ব্যাটারিচালিত ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা। এছাড়া মহাসড়ক ঘুরে দেখা গেছে ঝুঁকিপূর্ণ বাঁকগুলোয় নেই দিকচিহ্ন-সংবলিত ফলক। ফলে সড়কে ধারণক্ষমতার অতিরিক্ত ও অবৈধ যানের বেপরোয়া চলাচল, সড়কের ওপর ও পাশে অবৈধ হাটবাজার, বেপরোয়া গতি এবং লবণ পরিবহনের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর