ইলিশের প্রজননসহ সামুদ্রিক মাছ রক্ষায় বাংলাদেশসহ উপকূলীয় অনেক দেশই প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ের জন্য সমুদ্রগামী মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়ে থাকে সরকার। এরই ধারাবাহিকতায় আগামী সোমবার (১৫ এপ্রিল) মধ্যরাত থেকে শুরু হতে হচ্ছে বঙ্গোপসাগরে ৫৮ দিনের সর্বাত্মক মাছ ধরার নিষেধাজ্ঞা, যা চলবে ১১ জুন পর্যন্ত। এদিকে প্রতিবেশী দেশ ভারতও ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত তাদের সমুদ্রসীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে। অর্থাৎ দুদেশের সমন্বিত এই উদ্যোগে বৃহৎ পরিসরে সামুদ্রিক জীববৈচিত্র্য ও মাছের প্রজননে সহায়ক পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মূলত গ্রীষ্মের এই সময় ইলিশের প্রধান প্রজননকাল। এ সময়ে যদি অধিক হারে মাছ ধরা হয়, তাহলে প্রজনন ব্যাহত হয় এবং পরবর্তী মৌসুমে মাছের উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ে। এ কারণেই ২০১৫ সাল থেকে বাংলাদেশ সরকার সমুদ্রগামী সব...
সমুদ্রে ৫৮ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক

যে বিশেষ দুটি জিনিস এবারের শোভাযাত্রায় সবার আকর্ষণে ছিল
নিজস্ব প্রতিবেদক

আনন্দ উল্লাসে শেষ হলো এবারের আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এই শোভাযাত্রায় অংশ নেন ভিন্ন জাতিগোষ্ঠীসহ হাজার হাজার মানুষ। শোভাযাত্রায় দৃষ্টি কেড়েছে ফ্যাসিস্টের মুখাবয়ব ও পানি লাগবে পানি। উৎসবে অংশ নেয়াদের অনেককেই এসব মোটিফের সঙ্গে ছবি তুলতে দেখা যাচ্ছে। শোভাযাত্রাটি আজ সোমবার (১৪ এপ্রিল) চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়েছে। প্রতিবারের মতো এবারও রঙ ও উৎসবের আমেজ দেখা গেলেও এবার একটি বিশেষ মুখাবয়ব সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সেটি হচ্ছে ফ্যাসিস্টের মুখাবয়ব। এর আগে তৈরি করা...
আলোকিত দেশ ও সমাজের স্বপ্ন দেখি: ছায়ানটের নির্বাহী সভাপতি
নিজস্ব প্রতিবেদক

দেশের মানুষ সর্বজনের শান্তি-স্বস্তি-নিরাপত্তা নিশ্চিত করে ধর্ম-জাতি-বিত্তের বিভাজন ভাঙবে। গড়বে উদার সম্প্রীতির সহিষ্ণু সমাজ। এমন আলোকিত দেশ ও সমাজের স্বপ্ন দেখেন বলে জানিয়েছেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বাংলা বর্ষবরণের অনুষ্ঠানের শেষ পর্যায়ে লিখিত বক্তব্যে সারওয়ার আলী এ কথা বলেন। তিনি বলেন, সবাই ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, মুক্তচিন্তার নির্ভয় প্রকাশ, আবহমান সংস্কৃতির নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করলে মুক্তির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ সুগম হবেই। আজ ভোর সোয়া ছয়টায় রমনা বটমূলে শিল্পী সুপ্রিয়া দাশের কণ্ঠে ভৈরবী রাগালাপের মাধ্যমে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শেষ হয় সকাল সাড়ে আটটার দিকে। অনুষ্ঠান শেষ করার আগে নববর্ষের কথন বিষয়ে বক্তব্য রাখেন-...
দেশ থেকে অশুভ দূর হয়েছে, যা বাকি তাও যাবে: প্রেস সচিব
অনলাইন ডেস্ক

সূর্যোদয়ের পরপরই রাজধানীর ঐতিহাসিক রমনার বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ ১৪৩২-এর অনুষ্ঠান। এতে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশ থেকে অশুভ দূর হয়ে গেছে, যেটুকু আছে তাও চলে যাবে। আজ সোমবার (১৪ এপ্রিল) রমনার বটমূলে বর্ষবরণ উৎসবে যোগ দিয়ে তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে নবর্ষের উৎসব একটি মিলনমেলায় পরিণত হয়েছে। এসময় নতুন বাংলাদেশের উন্নতি কামনা করেন তিনি। দেশ থেকে জরা-অশুভ দূর হোক এমন কামনার কথাও জানান। তিনি বলেন, দেশ থেকে অমঙ্গল ইতোমধ্যে দূর হয়ে গেছে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে চেষ্টা করছি। যেটুকু অশুভ আছে তাও দূর হয়ে যাবে। এসময় দেশের উত্তরোত্তর উন্নতির প্রচষ্টার কথাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর