পহেলা বৈশাখ উদযাপন শুরুর আগেই জমে উঠেছে উৎসবএমনটাই জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার বাংলা নববর্ষ ঢাকাতেই উদযাপন করছেন তিনি। ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়া বলেন, গত চার-পাঁচ দিন ধরেই তার বাসায় চলছে বৈশাখ উপলক্ষে খাওয়া-দাওয়ার আয়োজন। তিনি জানান, এবার তিনি শহরকেন্দ্রিক কোনো মেলায় যাচ্ছেন না, বরং গ্রামাঞ্চলের কিছু মেলায় আমন্ত্রণ পেয়েছেন এবং সেখানেই যাওয়ার চেষ্টা করছেন। জয়া বলেন, তিনি এদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক মেলায় গিয়েছিলেন। পান্তা-ইলিশ উৎসবে অংশ নিয়েছেন। তিনি জানান, বর্ষবরণের বিশেষ আয়োজনে নিজেই রান্না করেছেন। তার মেন্যুতে ছিল ইলিশ মাছের লেজ ভর্তা, লাল চালের পান্তা, ইলিশ মাছ, শুঁটকি ভর্তা, নারকেল ভর্তা, আমডাল ও নিজের হাতে তৈরি রসগোল্লা। পান্তা ভাত প্রসঙ্গে জয়া বলেন, নববর্ষে পান্তা তো হবেই। সেটা...
নববর্ষে ইলিশের লেজ ভর্তা আর লাল চালের পান্তা করেছেন জয়া
অনলাইন ডেস্ক

সাইফ হত্যাকাণ্ডে নতুন মোড়: ২০টির মধ্যে ১৯টি আঙুলের ছাপই মিলছে না শরিফুলের সঙ্গে!
অনলাইন ডেস্ক

সাইফ আলি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শরিফুল ইসলাম । তার বিরুদ্ধে একাধিক সাক্ষ্যপ্রমাণ রয়েছে। ফরেন্সিক রিপোর্টও তার বিরুদ্ধেই গিয়েছে। এর আগে আদালতে জামিনের আবেদন করেছিলেন শরিফুলের আইনজীবী। একাধিক সাক্ষ্য ও তথ্যপ্রমাণ পেশ করে অভিযুক্তের জামিনের আবেদন নাকচ করার আবেদন জানায় মুম্বাই পুলিশ। হাজার পাতার চার্জশিটও পেশ করে। হঠাৎ পটপরিবর্তন। মঙ্গলবারের খবর, অভিনেতার আবাসন থেকে পাওয়া কিছু আঙুলের ছাপের সঙ্গে মিলছে না অভিযুক্তের আঙুলের ছাপ! প্রসঙ্গত, অভিযুক্তের আঙুলের ছাপের ২০টি নমুনা সিআইডির ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে পাঠানো হয়েছিল। যার মধ্যে ১৯টি নমুনা অভিযুক্তের সঙ্গে মেলেনি। খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় নয়া গুঞ্জন, তাহলে কি শরিফুল আদৌ সইফ-কাণ্ডের সঙ্গে যুক্ত? এ দিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেতার বাথরুমের হাতল, আলমারির হাতল, দরজার হাতল-সহ...
‘মেগাস্টার কে, ফালতু কথা আমার সামনে বলবেন না’
অনলাইন ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক মোহাম্মদ ইকবাল। তিনি এক সাক্ষাৎকারে বলেন, এখন তো মুভি নিয়ে অনেক চিন্তা করতে হয় কারণ মোবাইলে এখন হলিউড বলিউডের সবকিছু দেখতে পাওয়া যায়। এখন গতানুগতিক বাংলা ছবি ওইভাবে চলবে না। সিনেমার পার্থক্য যদি এখন বলে দেই তাহলে দর্শক কেন হলে যাবে কয়েকটা দিন পরে বলি। এরপর শাকিব প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, মেগাস্টার কে? এসব ফালতু কথা আমার সামনে বলবেন না। তার কথায়, ১০ টা হল থাকে নাকি ২০ টা হল ঈদের সময় একহাজার হল খুলে এসে কেউ বলতে পারবে না এই বাংলাদেশের মেগাস্টার বা সুপারস্টার। অনেকে অনেক কিছু মনে করে যে সত্য কথাটা বলতে চাইলেও পারে না আমি যেটা সাহস করে সত্য কথা বলছি। ইকবালের ভাষ্য, একটা বিবেক নিয়ে আমি কথা বলছি যে বাংলাদেশের সিনেমা যদি ভালো অবস্থান থাকতো তো সিনেমা হল বাড়তো, দিন দিনে কমে কেন। আমি এফডিসির কোন মানুষই বলবে না যার জায়গা...
প্রিয়াংকার সঙ্গে দ্বন্দ্ব, মুখ খুললেন কারিনা
অনলাইন ডেস্ক

অভিনয় দিয়ে দশকের পর দশক ধরে দর্শকদের মুগ্ধ করে এসেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও প্রিয়াংকা চোপড়া। কিন্তু জানলে অবাক হবেন একটা সময় এই দুই অভিনেত্রীর জড়িয়ে পড়েছিলেন গুরুতর বিবাদে। ২০০৪ সালে অক্ষয় কুমারের সঙ্গে এইতরাজ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন কারিনা কাপুর খান ও প্রিয়াংকা চোপড়া। আর এরপর থেকেই দুইজনের মধ্যে দ্বন্দ্ব শুরু। তাদের বিবাদের খবর চার দেয়ালের গণ্ডি ছাড়িয়ে এসে পড়ে দর্শকদের সামনে। কফি উইথ করণ শোয়েও এই সমস্যার আঁচ পৌঁছে গিয়েছিল। করণ জোহর তার শোতে কারিনাকে জিজ্ঞাসা করেছিলেন প্রিয়াংকাকে তিনি কী জিজ্ঞাসা করতে চান? এই প্রশ্নে কারিনা ঠাট্টার সুরে উত্তর দিয়েছিলেন, প্রিয়াংকা কোথা থেকে এমন অ্যাকসেন্ট শিখেছে, এটাই আমি শুধু চিন্তা করি। আর তার এই কথা শুনেই কড়া জবাব দেন প্রিয়াংকা। কারিনার উপস্থিতিতেই তিনি বলেন, আমার মনে হয় ওর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর