শরীয়তপুরে অপারেশন ডেভিল হান্টে জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্রাহাম লিংকন গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ভুলু সরদারপাড়া এলাকার মৃত শুকুর আলী সরদারের ছেলে। পুলিশ জানায়, একটি মারামারি ও বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকন। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্ট অভিযানে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, অপারেশন ডেভিল হান্টে জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মারামারি ও...
শরীয়তপুরে আব্রাহাম লিংকন গ্রেপ্তার
শরীয়তপুর প্রতিনিধি

চারদিন ধরে সমুদ্রে ভাসছিলেন ১৩ জেলে, অবশেষে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, জাতীয় জরুরি সেবা (৯৯৯) ফোন পেয়ে গতকাল বুধবার (৫ মার্চ) দুপুরে সুন্দরবনের আলোরকোল সংলগ্ন গভীর সমুদ্র থেকে এমভি মা বাবার দোয়া নামক মাছ ধরা ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়। এর আগে, গত ১২ দিন আগে জেলেদের নিয়ে পাথরঘাটা এলাকা থেকে ট্রলারটি যাত্রা শুরু করে। সিয়াম-উল-হক জানান, ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসতে থাকা জেলেদের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ড পশ্চিম জোনের চারসদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে। এক পর্যায়ে সুন্দরবনের আলোরকোল থেকে ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে মাছ ধরা ট্রলারটি পাওয়া...
ভোররাতে সড়কে ঝরল প্রতিবন্ধী যুবকের প্রাণ
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (২২) নামে প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার জিন্নাহনগর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত জসিম কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে জসিম মহেশপুর উপজেলার জিন্নাহনগর এলাকায় মানসিক ভারসাম্যহীনভাবে চলাফেরা করে আসছিল। ভোরে ওই স্থান দিয়ে যাওয়া একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় জসিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। আরও পড়ুন শিল্পবাণিজ্য ধ্বংস হচ্ছে কার স্বার্থে ০৬ মার্চ, ২০২৫ মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করার জন্য চেষ্টা চলছে।...
বরিশালে চলন্ত বাসে আগুন
অনলাইন ডেস্ক

ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্রিন লাইন পরিবহনের ওই বাসটিতে ২০ জন যাত্রী থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন। এ কর্মকর্তা জানান, ঢাকা থেকে ২৩ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে বাসটি। পথে তিন যাত্রী নেমে যান। ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে বাসটিতে আগুন দেখা যায়। আরও পড়ুন জানা গেল যে দলে যোগ দিচ্ছেন শহীদ ওয়াসিমের বাবা ০৬ মার্চ, ২০২৫ ওই সময় বাসে চালক, সহকারী ও সুপারভাইজারসহ ২০ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা গাড়ি থেকে নেমে পড়েন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এখন পর্যন্ত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর