বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় কক্সবাজারের টেকনাফের ছয়টি মাছ ধরার ট্রলারসহ ৫৬ জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’।
গতকাল বুধবার দুপুরে এসব জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। বুধবার রাত ১২টা পর্যন্ত তাদের ছেড়ে দেয়নি বলে জানা গেছে।
জেলে ও ট্রলার মালিক সমিতি বলেছে, যে ছয়টি ট্রলার নিয়ে গেছে তার মধ্যে মোহাম্মদ শফিকের দুটি, বশির আহমদ, মোহাম্মদ আমিন, নুরুল আমিন ও আবদুর রহিমের একটি ট্রলার রয়েছে। এসব ট্রলারে ৫৬ জেলে রয়েছেন। আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গেছে।