মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু ও তার পরিবারকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে আইনজীবী নিয়োগ করা হয়েছে। আজ রোববার (৯ মার্চ) বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন। কায়সার কামাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাগুরায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারের আইনি সহযোগিতায় মাগুরা কোর্টের জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন। নিয়োগপ্রাপ্ত আইজীবীরা হলেন— অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, অ্যাডভোকেট, মোহাম্মদ রুকুনুজ্জামান খান, অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট এম এ রশিদ , অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান। news24bd.tv/MR
মাগুরায় শিশু ধর্ষণ: তারেক রহমানের উদ্যোগে আইনজীবী নিয়োগ
নিজস্ব প্রতিবেদক

দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডা. জাহিদের
নিজস্ব প্রতিবেদক

দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। দেশকে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সবার সহযোগিতাও কামনা করেন তিনি। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নবনির্বাচিত নেতৃবৃন্দদের পরিচিতি সভা ও ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এসময় দলের চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান কল্লোল ও সাধারণ সম্পাদক তানভিরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। news24bd.tv/FA
নতুন কর্মসূচি ঘোষণা ছাত্রদলের
নিজস্ব প্রতিবেদক

নারী নিপীড়নের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল নতুন কর্মসূচির ঘোষণা করেছে। আজ রোববার (৯ মার্চ) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে আগামীকাল ১০ মার্চ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কর্মসূচি ঘোষণা করেন এবং উক্ত কর্মসূচিতে সকল নেতাকর্মীদের উপস্থিত থেকে কর্মসূচি সফল করার নির্দেশনা প্রদান করেন।...
ধর্ষকদেরকে ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন: জামায়াত আমির
অনলাইন ডেস্ক

মাগুরার আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক ও ধর্ষণের সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনায় তিনি সকল্বের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। আজ রোববার (৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে করা এক ফেসবুক পোস্টে এ মন্তব্য জামায়াত আমির। তিনি লেখেন, এরকম ধর্ষক নামের আরও যত নিকৃষ্ট প্রাণী আছে, যে যেখানেই থাকুক তাদেরকে পাকড়াও করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বসহ সমাজের সচেতন নাগরিকদেরকে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানাই। ফেসবুক পোস্টে তিনি আহ্বান জানান, ধর্ষকদেরকে ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর