দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। দেশকে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সবার সহযোগিতাও কামনা করেন তিনি। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নবনির্বাচিত নেতৃবৃন্দদের পরিচিতি সভা ও ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এসময় দলের চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান কল্লোল ও সাধারণ সম্পাদক তানভিরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। news24bd.tv/FA
দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডা. জাহিদের
নিজস্ব প্রতিবেদক

নতুন কর্মসূচি ঘোষণা ছাত্রদলের
নিজস্ব প্রতিবেদক

নারী নিপীড়নের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল নতুন কর্মসূচির ঘোষণা করেছে। আজ রোববার (৯ মার্চ) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে আগামীকাল ১০ মার্চ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কর্মসূচি ঘোষণা করেন এবং উক্ত কর্মসূচিতে সকল নেতাকর্মীদের উপস্থিত থেকে কর্মসূচি সফল করার নির্দেশনা প্রদান করেন।...
ধর্ষকদেরকে ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন: জামায়াত আমির
অনলাইন ডেস্ক

মাগুরার আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক ও ধর্ষণের সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনায় তিনি সকল্বের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। আজ রোববার (৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে করা এক ফেসবুক পোস্টে এ মন্তব্য জামায়াত আমির। তিনি লেখেন, এরকম ধর্ষক নামের আরও যত নিকৃষ্ট প্রাণী আছে, যে যেখানেই থাকুক তাদেরকে পাকড়াও করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বসহ সমাজের সচেতন নাগরিকদেরকে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানাই। ফেসবুক পোস্টে তিনি আহ্বান জানান, ধর্ষকদেরকে ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন।...
জাতীয় নাগরিক পার্টিকে ‘কিংস পার্টি’ বলা হচ্ছে কেন?
অনলাইন ডেস্ক

বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামে নতুন রাজনৈতিক দল গঠনের পর রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সমন্বয়ক এবং তরুণদের নিয়ে গঠিত এ দলটি সরকারি সমর্থনে এবং পৃষ্ঠপোষকতা সৃষ্টি হয়েছে কিনা এমন প্রশ্ন উঠেছে। রাজনৈতিক দলগুলোর অনেকে দলটিকে একটি কিংস পার্টি হিসেবেও আখ্যায়িত করছে। নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। কিন্তু সমালোচকরা ছাত্র প্রতিনিধি আরও দুজন এখনও উপদেষ্টা পদে বহাল থাকার বিষয়টিকে সামনে আনছেন। এছাড়া দলের আত্মপ্রকাশের দিনে ঢাকায় সমর্থকদের জড়ো করতে প্রশাসনের সহযোগিতায় গাড়ি বরাদ্দের বিষয়টিও আলোচিত হয়েছে। নতুন কোনো রাজনৈতিক দল হিসেবে এনসিপি যেভাবে আত্মপ্রকাশ করেছে সেটি বাংলাদেশে নজিরবিহীন। জাতীয় নাগরিক পার্টি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর