নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘ শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার জয়কলস ইউনিয়নের সুলতানপুর গ্রামের নারীদের নিয়ে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। বসুন্ধরা শুভসংঘের শান্তিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা সিরাজ মিয়ার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ শান্তিগঞ্জ উপজেলা উপজেলা শাখার সভাপতি মো. নুরুল হক। সচেতনতামূলক সভায় বসুন্ধরা শুভসংঘের সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজের সঞ্চালনায় বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা নাজিম উদ্দিন, সাজ্জাদুর রহমান, সহ-সভাপতি ফয়জুল হক, শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মান্নার মিয়া, তৈয়বুর রহমান, আতিকুর রহমান রুয়েব, শাহ আলম, অর্থ সম্পাদক খালেদ হাসান, প্রচার সম্পাদক মো. রুয়েল আহমদ, ক্রীড়া সম্পাদক ফেরদৌস...
শান্তিগঞ্জে নারী নির্যাতন ও বাল্যবিয়ে রোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা
শান্তিগঞ্জ প্রতিনিধি

পাবনায় প্রতিবন্ধী বাবুর মুদি দোকানে চেয়ার উপহার বসুন্ধরা শুভসংঘের
নিজস্ব প্রতিবেদক

পাবনায় শারীরিক প্রতিবন্ধী বাবুর মুদি দোকানে ক্রেতাদের বসার জন্য চেয়ার উপহার দিলেন বসুন্ধরা শুভসংঘ পাবনার বন্ধুরা। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে পাবনার সুজানগর উপজেলার, ভায়না ইউনিয়নের নারায়ণপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী বাবু প্রামাণিকের (৪৩) পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা শুভসংঘ বাবুর ছোট মুদি দোকানে ক্রেতাদের বসার জন্য চেয়ার উপহার দেন। এর আগে বাবুর মুদি দোকানে চায়ের সরঞ্জামসহ বিভিন্ন মালামাল তুলে দেওয়া হয় ও তার স্ত্রীকে প্রশিক্ষণসহ দেওয়া হয় সেলাই মেশিন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাবনা জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক আলী আকবর রাজু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালের...
হাতীবান্ধায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ শুরু
হাসান মাহমুদ, হাতীবান্ধা

লালমনিরহাটের হাতীবান্ধায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ১৫ জন অসচ্ছল নারীকে নিয়ে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে হাতীবান্ধা ক্যামব্রিয়ান স্কুলে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠ'র লালমনিরহাট প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হায়দার আলী বাবু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দুলাল, ক্যামব্রিয়ান স্কুলের অধ্যক্ষ সাইফুল ইসলাম আলম, বসুন্ধরা শুভসংঘের হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি মিনয় হাসান প্রমুখ। news24bd.tv/SHS
কলারোয়ায় বসুন্ধরা শুভসংঘের নবযাত্রা, পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ নতুন কমিটি

শুভ কাজে সবার পাশেএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার কার্যক্রম। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি ফারুক হোসেন রাজ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শিক্ষক মো. মহিরুল ইসলাম। ইউএনও জহুরুল ইসলাম উদ্বোধনী বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষা ও সমাজ উন্নয়নে সকলকে সচেতন হতে হবে। একটি গাছ কাটলে দশটি গাছ রোপণের মনোভাব থাকলে আমাদের পরিবেশ ও রাষ্ট্র নিরাপদ থাকবে। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ একটি সময়োপযোগী ও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর