সারাদেশে ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি তুলেছেন আন্দোলনকারীরা। রোববার (৯ মার্চ) দুপুরে ঢাকার নতুন বাজার, গুলশানে ইউআইটিএস (UITS), ইউআইইউ (UIU), ডিআইইউ (DIU)-এর সাধারণ শিক্ষকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাব (ULAB) বিকাল ৩ টায় নিজ ক্যাম্পাসে অবস্থান করে কর্মসূচি দিয়েছে। একইদিন বেলা ১টায় বুয়েট শহীদ মিনারে ধর্ষণবিরোধী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। ব্র্যাক (BRAC) বিশ্ববিদ্যালয় সকাল থেকেই কর্মসূচি পালন করছে। আয়োজকরা আহ্বান জানিয়েছেন, সবাই যেন প্ল্যাকার্ড ও স্লোগান লিখে কর্মসূচিতে অংশ নেয়। এছাড়া, বিইউবিটি শিক্ষার্থীরা বাদ যোহর বিশ্ববিদ্যালয় গেটের...
দেশজুড়ে ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবি
নিজস্ব প্রতিবেদক

জোয়াহেরুলের বাড়ি দখলমুক্ত, ১৭ মানসিক ভারসাম্যহীন উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল শহরের ছোট কালিবাড়ি এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাড়িটি দখলমুক্ত করেছে যৌথবাহিনী। শনিবার (৮ মার্চ) রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মানসিক ভারসাম্যহীন ১৭ জনকে বাড়িটি থেকে উদ্ধার করে সন্তোষ বড়ইতলায় একটি বাড়িতে রাখে। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ বলেন, ১৭ জন মানসিক ভারসাম্যহীনদের উদ্ধার করা হয়। সমাজসেবাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাদের পুনর্বাসন করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে, শনিবার সকালে ছাত্র প্রতিনিধি পরিচয়ে মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামে একজন বাড়িটির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। তিনি জানান, ওই বাড়িতে মানসিক ভারসাম্যহীনদের জন্য একটি আশ্রম গড়ে তোলা হবে এবং সেখানে ২০ জন মানসিক ভারসাম্যহীনকে রাখা হয়েছে। এদিকে, এ ঘটনায়...
মুন্সিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ২
মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক-অস্ত্র ও নগদ টাকা সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে ২টা পর্যন্ত মোল্লাকান্দির আলোচিত একাধিক মামলার আসামি মিল্টন মল্লিকের পূর্ব মাকহাটি এলাকার বাড়িতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। আজ রোববার (৯ মার্চ) সকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ কামরান হাসান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, অভিযানে মিল্টন মল্লিকের বাড়িতে অবৈধ ১৪টি দেশীয় অস্ত্র, ৩৪ বোতল বিদেশি মদ, ১টি সুজুকি মোটরসাইকেল, ২টি সাংবাদিক আইডি কার্ড, ৭টি মোবাইল ফোন, ৭ টি চকলেট বাজি বোমা, ২টি ল্যাপটপ ও নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়। তবে, ঘটনাস্থল থেকে আসামি মিল্টন মল্লিক কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল হতে সন্দেহভাজন হিসেবে মো....
সেহরি করা হলো না পরিবারটির, হাসপাতালে কাতরাচ্ছেন ছয় জন
অনলাইন ডেস্ক

সেহরির জন্য খাবার গরম করতে গ্যাসের চুলা জ্বালালে ঘটে বিস্ফোরণ। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার (৯ মার্চ) ভোরে চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার একটি বাসায় গ্যাস-সংযোগ থেকে অগ্নিকাণ্ডে এ ঘটনা ঘটে। আরও পড়ুন আনন্দের দিনে কান্নায় ভারী হলো হাসপাতাল ০৯ মার্চ, ২০২৫ জানা গেছে, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। শহরের কোরালিয়া রোড এলাকায় রুস্তম বেপারীর বাড়ির ৪র্থ তলায় এই দুর্ঘটনা ঘটে। আরও পড়ুন ইউক্রেনে ভয়াবহ আঘাত হেনেছে রাশিয়া ০৯ মার্চ, ২০২৫ আহতরা হলেন আব্দুর রহমান সরদার, তার স্ত্রী শানু বেগম, বড় ছেলে ইমাম হোসেন, বড় ছেলের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর