চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলা এলাকার হিজরা খালে পড়ে ৬ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়ে গেছে। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ শিশুটির নাম সেহরিস। শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের চার সদস্যের একটি ডুবুরি দল এবং সিটি করপোরেশনের সেবকরা যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির মা ও দাদী রিকশাযোগে চলার সময় রিকশাটি দুর্ঘটনাবশত খালে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত রিকশাচালককে উদ্ধার করলেও, কিছুটা স্রোতে ভেসে গিয়ে একটি ব্রিজের নিচে দুইটি পাইপে আটকে পড়েন শিশুটির মা ও দাদী। পরে ব্রিজের স্ল্যাব খুলে তাঁদের উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে অনেক চেষ্টার পরও এখনো পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন...
মা-দাদীসহ রিকশা পড়লো খালে, শিশু নিখোঁজ
অনলাইন ডেস্ক

জামায়াত কর্মী হত্যা: এক যুগ পর সাবেক দুই এমপিসহ আসামি ১১৩
অনলাইন ডেস্ক

খুলনার কয়রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীকে হত্যার ঘটনায় এক যুগ পর আদালতে মামলা হয়েছে। এ মামলায় খুলনা-৬ আসনের সাবেক এমপি সোহরাব আলী ও আক্তারুজ্জামানসহ ১১৩ জনকে আসামি করা হয়েছে। নিহত জামায়াত কর্মী জাহিদুল ইসলামের স্ত্রী ছবিরন নেছা বৃহস্পতিবার বিকেলে কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। আদালত শুনানি শেষে আবেদনটি মামলা হিসেবে নথিভুক্ত করতে কয়রা থানাকে নির্দেশ দিয়েছেন। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মামলায় আসামিদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ আইনজীবী ও সাংবাদিকদের নামও আছে। উল্লেখযোগ্য আসামিরা হলেনকয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান...
মুরাদনগরে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা
অনলাইন ডেস্ক

কুমিল্লার মুরাদনগরে একই দিনে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাল্টাপাল্টি জনসভার ডাক দিয়েছে, যার ফলে এলাকায় সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার দুটি ভিন্ন ভিন্ন স্থানে সমাবেশ করার কথা রয়েছে দল দুটির। তবে উপজেলা প্রশাসনের দাবি, দুই দলের কেউই জনসভার জন্য লিখিত অনুমতি নেয়নি। বিএনপি সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের হায়দরাবাদ সামসুল হক কলেজ মাঠে তারা পূর্বঘোষিত জনসভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সভাকে সফল করতে পোস্টার, ব্যানার ও মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। অন্যদিকে, একই দিন ও সময়ে এনসিপিও সমাবেশের ডাক দিয়েছে উপজেলার আকবপুর ইউনিয়নের পীর কাশিমপুর হাইস্কুল...
সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক
অনলাইন ডেস্ক

সুন্দরবনের আদাচাই ফরেস্ট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, করিম শরীফ বাহিনী তার সদস্যদের নিয়ে সুন্দরবনের একটি এলাকায় অবস্থান করছে। এরপর রাতেই বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা এবং নৌবাহিনীর যৌথ অভিযানে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি গভীর বনের দিকে পালিয়ে যায়। পরে সাঁড়াশি অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি তাজা গুলি ও ছয় রাউন্ড ফাঁকা কার্তুজসহ করিম শরীফ বাহিনীর সহযোগী মো. আল আমিনকে আটক করা হয়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর