নোয়াখালীর বেগমগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রীর কাছ থেকে জিনিসপত্র ছিনতাইয়ের পর হেনস্তা করে অটোরিকশা থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহপাঠী ও শিক্ষার্থীরা। গতকাল বুধবার (১২ মার্চ) রাত ১০টা থেকে ১টা পর্যন্ত উপজেলার চৌমুহনী চৌরাস্তায় তারা এ কর্মসূচি পালন করেন। এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে একলাশপুর ইউনিয়নের চৌমুহনী-মাইজদী আঞ্চলিক সড়কের দরবেশপুর এলাকায় শিক্ষার্থীকে ফেলে দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, বুধবার বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ইফতার মাহফিল ছিল। সদর উপজেলার বাসিন্দা কলেজের এক ছাত্রী ইফতার মাহফিল শেষে অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে অটোরিকশা দরবেশপুর এলাকায়...
অসভ্যতার পর কলেজছাত্রীকে অটো থেকে ছুঁড়ে ফেলে যায় ওরা
অনলাইন ডেস্ক

জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখতে কর্মকর্তাদের প্রতিবাদ
শরীয়তপুর প্রতিনিধি

জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছে শরীয়তপুর জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি ঘোষণা দিয়ে মানববন্ধন করেন তারা। জেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিকভাবে ভোটার তালিকা করবে। স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের। ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র এক অপরের সাথে জড়িত। আরও পড়ুন আমিরের সাক্ষাৎ পেতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে রুশ রাষ্ট্রদূত ১৩ মার্চ, ২০২৫ যদি জাতীয় পরিচয়পত্র ভোটার তালিকা থেকে আলাদা করা হয় তাহলে এটা শুদ্ধতা হারাবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা নির্বাচন কমিশনের অধীনে...
গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২ স্বর্ণের দোকান, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুই স্বর্ণের দোকান। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে শহরের স্বর্ণপট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার জানান, শহরের স্বর্ণপট্টির শাহজাহান মুন্সির আল মদিনা জুয়েলার্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাশের অসিত বিশ্বাসের মা তারা জুয়েলার্সে আগুন লেগে যায়। এতে দুটি স্বর্ণের দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। news24bd.tv/TR
বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীসহ ৩ জনের
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে বাসের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থী ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামমুখী পূরবী বাস অটোরিকশাকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওয়াকার উদ্দীন আদিল (১২) ও উম্মে হাবিবা রিজভী (১৫)। তারা জামিজুরির জসিম উদ্দিনের সন্তান এবং দোহাজারী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। অপরজন অটোরিকশা চালক রুহুল আমিন (৪৫)। এ ঘটনায় গুরুতর আহত হন নবম শ্রেণির ছাত্রী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)। দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর