গত শনিবার (১৫ মার্চ) রাত থেকে বুকে ব্যাথা অনুভব করছিলেন ভারতের খ্যতিমান মুসলিম সুরকার এ আর রহমান। সেদিন রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরছিলেন তিনি। রোববার (১৬ মার্চ) ভোরে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তার অসুস্থতার খবরে অনুরাগীদের মাঝে নেমে আসে দুশ্চিন্তা। তার জন্য দোয়া করতে থাকে লাখো ভক্ত অনুরাগী। চিকিৎসকদের মতে, রমজানের রোজা রাখার পর দীর্ঘ সফর শরীর ধকল নিতে পারেনি। সেই কারণেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। অস্কারজয়ী সুরকারের পুত্র আমিন জানান, তাঁর বাবা এখনও দুর্বল। তবে ভয়ের কোনও কারণ নেই। আমিন একটি পোস্ট দিয়ে লেখেন, আমাদের বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্কটে প্রার্থনা করার জন্য এবং পাশে থাকার জন্য। শরীরে জলশূন্যতার কারণে খানিক দুর্বল হয়ে পড়েন বাবা। কিছু রুটিন টেস্ট করানো হয়েছে।...
এ আর রহমানের শারীরিক অবস্থা জানালো ছেলে আমিন
অনলাইন ডেস্ক

কী স্বপ্ন দেখেছিলেন দেব যা বাস্তবে রূপ নিচ্ছে
অনলাইন ডেস্ক

দীর্ঘ চার বছরের অপেক্ষার পর রঘু ডাকাত ছবির শুটিং শুরু হয়েছে আর এর মাধ্যমে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের স্বপ্নও বান্তবায়িত হলো। এই সুখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে আবেগাপ্লুত হয়ে যান। দেব শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনির কথা উল্লেখ করে ইনস্টাগ্রাম পোস্টের শুরুতেই লেখেন, ২০২১ সালে আমরা যে স্বপ্ন দেখেছি, তা বাস্তবে রূপ নিচ্ছে। দুই শক্তিশালী স্তম্ভ শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি (এসভিএফ) ছাড়া এই কাজ সম্ভব হত না। আজ আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি, সেখানে একটি পয়সাও মূল্যবান। তবু তারা এই দুর্দান্ত কাজটি করার সাহস দেখিয়েছেন। আমি ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। এই ছবি নিয়ে আমরা যখন সবাই শুধু অন্ধকারই দেখেছি, তিনি একমাত্র আশাবাদী ছিলেন এই ছবি আলোর মুখ দেখবেই। দেব আরও লেখেন, যারা ৬ মাস ধরে ছবি...
কী হয়েছিল এ আর রহমানের, জানালেন চিকিৎক
অনলাইন ডেস্ক

হঠাৎ বুকে ব্যথা ভারতের খ্যাতিমান সুরকার এআর রহমানের। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে। রহমানের অসুস্থতার খবর পেয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তবে কিছু রুটিন চেক আপ করেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে সুরকারকে। চিকিৎসকেরা জানিয়েছেন, সম্ভবত শরীরে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমান। শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরছিলেন তিনি। তখন থেকেই শারীরিক অস্বস্তির কথা জানাচ্ছিলেন। রোববার সকালে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মনে করা হচ্ছে, রমজানের রোজা রাখার পর দীর্ঘ সফর শরীর ধকল নিতে পারেনি। সেই কারণেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকবৃন্দ। এ আর রহমান ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে একজন উজ্জ্বল নক্ষত্রের নাম। যার সুর করা...
'নিউইয়র্কে ট্যাক্সি চালাই বলতে লজ্জা নেই'
অনলাইন ডেস্ক

এখন তো চান্দেও চিনে না, আমারে সূর্যেও চিনে না। চিনব কেমনে, যে চিনাইব সেও তো চিনে না, জনপ্রিয় এই গান একসময় সকলের মুখে মুখে ছিল। মনের কথাগুলো এত সুন্দর করে বলে যাওয়া সেই মানুষটির নাম বিপ্লব, প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব। ব্যান্ড, মিক্সড ও একক অ্যালবাম, স্টেজ শোসব জায়গায় নব্বই দশকে দাপুটে বিচরণ ছিল বিপ্লবের। বর্তমানে তিনি আছেন যুক্তরাষ্ট্রে। সেখানে কী করছেন, আছেন কেমন সম্প্রতি এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপ্লব নিজেই জানিয়েছেন। বছরের পর বছর ব্যান্ড প্রমিথিউসকে স্টেজ শো এবং টেলিভিশনের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। কোথাও নেই বিপ্লব। ফেসবুকে মাঝেমধ্যে উঁকি দেন। বিপ্লব এখন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে থাকেন। দুই ছেলে আদিব,অ্যারন ও মেয়ে তটিনী সেখানে লেখাপড়া করে। কথা প্রসঙ্গে বিপ্লব জানান, নিউইয়র্কে তিনি এখন ট্যাক্সি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর