ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলায় এজাহারভুক্ত আসামি সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা কৃষক লীগ সভাপতি আবদুল মন্নান রসুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ রোববার সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. রহিবুল ইসলাম তার জামিন আবেদন নামজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, ঝালকাঠি ২ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আ. মান্নান রসুল ৫ আগস্টের পাটপরিবর্তনের পর আত্মগোপনে চলে যান। ঝালকাঠি জেলা বিএনপি অফিসে বোমার বিস্ফোরণ ও হামলা, জেলা বিএনপির সদস্য সচিবের বাসায় হামলা, ভাংচুর, আইনজীবী সমিতিতে বোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টিসহ একাধিক হামলা ভাংচুরের ঘটনায় তার বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় ৬টি মামলা হয়। এসব মামলায় মান্নান রসুল...
ঝালকাঠিতে ৩ মামলায় কৃষক লীগ নেতা কারাগারে
ঝালকাঠি প্রতিনিধি

রাস্তা ভুলে আটকে গেল চোরের দল, অতঃপর...
নোয়াখালী প্রতিনিধি

শুরুটা ভালোই ছিল। তবে রাস্তা ভুলে নোয়াখালীর কবিরহাটে গরু চুরি করে পালানোর সময় আটকে যায় একটি চোরের দল। পরে তারা এলাকাবাসীর ধাওয়া খেয়ে চোরাই দুটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত পিকআপভ্যান রেখে পালিয়ে যায়। এর আগে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। রোববার (১৬ মার্চ) দুপুরে দিকে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অজ্ঞাত স্থান থেকে পিকআপভ্যানে করে গরু চুরি করে চোরের দল অমরপুরের রাস্তায় চলে ঢুকে পড়ে। মাটি কাটার ঠিকাদার ধনু মিয়া তাদের গাড়িতে দেখে সন্দেহ হলে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। তাদের পিকআপভ্যান ধনু মিয়ার মোটরসাইকেলকে চাপা দিয়ে ভুল রাস্তায় চলে যায়। পরবর্তীতে সামনে গিয়ে রাস্তা খুঁজে না পেয়ে আবার ওই...
ফেনীতে শিক্ষক লাঞ্চনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে লাঞ্চনাকারী ও ইন্ধন দাতাদের বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বিপ্লবী ছাত্র সমাজ। আজ রোববার সকালে দাগনভূঞা পৌর শহরের মাসুদ চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইয়াসীন সুমন, সিরাজ উদ্দিন দুলাল, বর্তমান সভাপতি এমাম হোসেন, এসএ টিভির ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আক্তার, ছাত্র আবু নাসের উদ্দিন, কিরন, মোস্তফা মানিক, এইচ এম মুজাহিদ, রুহুল আমিন। মানববন্ধন সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও সাবেক ছাত্র সজিব। news24bd.tv/TR
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে আরিফুল ইসলাম (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনার চর এলাকায় ব্রহ্মপুত্র নদের কিনারা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত যুবক রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের ধনার চর এলাকার সুরুজ্জামানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নদের কিনারে বেঁধে রাখা একটি ডিঙি নৌকায় নিহতের মরদেহ দেখতে পায় নিহতের ভাই। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও মরদেহের পাশে মাদকের আলামত দেখতে পায় পুলিশ। যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, আইনগত ব্যবস্থা শেষ করে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। news24bd.tv/TR...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর