সোনা বা স্বর্ণ একটি মৌলিক পদার্থ যার রাসায়নিক প্রতীক Au, পারমানবিক সংখ্যা ৭৯। এটি খুব মূল্যবান একটি ধাতু যা অলংকার, মুদ্রা এবং বিনিয়োগের জন্য ব্যবহৃত হয়।
এ বছর ১৪ বার দেশের বাজারে সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ১০ বার, আর কমেছে মাত্র ৪ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।
দেশের বাজারে ভালো মানের অর্থ্যাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে এক লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আজ (১৭ মার্চ) থেকে কার্যকর হয়েছে।
এর আগে, সবশেষ গত ৮ মার্চ দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৩৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যা কার্যকর হয়েছিল গত ৯ মার্চ থেকে।