রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস জর্জ মারিও বারগোগ্লিওর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এরই মধ্যে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, আজ শনিবার পোপের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। এর আগে গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোমে যান। উল্লেখ্য, গত ২১ এপ্রিল মারা যান বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস। তিনি ২০১৩ সালে রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ হয়েছিলেন। তিনি পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি নির্বাচিত হন। গত ১০০০ বছরে পোপ ফ্রান্সিসই প্রথম ব্যক্তি যিনি ইউরোপীয় না-হওয়া সত্ত্বেও ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ পদে...
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক

শিক্ষা যেন অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর হাতিয়ার হয়: সৈয়দা রিজওয়ানা
নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শিক্ষা মানে শুধু ডিগ্রি অর্জন নয়-এটি সত্য, ন্যায় এবং পরিবেশ রক্ষার প্রতি একটি গভীর দায়বদ্ধতা। শিক্ষা যেন কেবল উপার্জনের উপায় না হয়ে ওঠে; বরং তা বাস্তব জীবনে প্রয়োগ করে সমাজ বদল, দেশ গড়া এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর হাতিয়ার হতে হবে। শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা বলেন, শিক্ষার্থীদের উচিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যুক্ত হওয়া। যেকোনো অবস্থায় সবার উপরে ন্যায়বিচার ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। জলাশয় ও বনভূমি দখল ঠেকাতে হবে, সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়াতে হবে প্লাস্টিক দূষণ, শব্দদূষণ, বন উজাড় এবং জলবায়ু সংকটের...
মেজর সিনহা হত্যা: অনতিবিলম্বে ওসি প্রদীপের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি
অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও, বিচারিক কার্যক্রম বারবার বাধাগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। এমনকি বিচার সংশ্লিষ্টদের ওপর টাইম বোমা হামলার চেষ্টার মতো ভয়াবহ অভিযোগও করেছে তারা। শনিবার (২৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, রায় ঘোষণার সাত কার্যদিবসের মধ্যেই তা কার্যকর করতে হবে, অন্যথায় তারা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে। একইসঙ্গে আছিয়া, পারভেজ ও তোফাজ্জলসহ জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দ্রুত বিচার কার্যকরের দাবিও জানায় সংগঠনটি। এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন আরও জানায়, প্রদীপ কুমারের মতো মানবাধিকার লঙ্ঘনকারীদের...
জিম্মি দশা থেকে মুক্ত হয়ে বাংলাদেশ ছাড়লেন তিন লঙ্কান
নিজস্ব প্রতিবেদক

ব্যবসা-বাণিজ্যে অপার সম্ভাবনা দেখতে বাংলাদেশে এসে অপহরণের শিকার শ্রীলঙ্কার তিন নাগরিককে অভিযানে চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। অভিযান শেষে উদ্ধারকৃতদের গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক। পুলিশ জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার একটি বাড়ি থেকে গত বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে তিনজনকে উদ্ধার করা হয়। অপহৃত লঙ্কান নাগরিকরা হলেন- মালাভি পাথিরানা, তার স্ত্রী পাথিরানা এবং থুপ্পি মুদিইয়ান সেল্যাগ নীল। গত বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের উপ মহাপরিদর্শক বা ডিআইজি মো. রেজাউল হক জানান, বাগেরহাটের মোল্লাহাট এলাকার শহিদুল শেখ নামে এক ব্যক্তির আমন্ত্রণে গত ২২ এপ্রিল তারা বাংলাদেশে এসেছিলেন। সেদিন রাতেই তাদের বাগেরহাটে নিয়ে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর