ঢাকার দোহারে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে জিয়াউর রহমান নামের এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে দুই লাখ টাকা জরিমানাও করেছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। রায়ের পর পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। মামলার তথ্য অনুযায়ী, ১৪ বছর বয়সী কিশোরী পরিবারের সঙ্গে দোহারে বসবাস করত। ২০১৮ সালের ২১ অক্টোবর সকাল ৯টার সময় কিশোরী নিজ বাড়ির পাশে সবজির খেতে গিয়েছিল। এ সময় আসামি জিয়াউর রহমান ওই কিশোরীকে পাশের একটি খেতে নিয়ে ধর্ষণ করেন। এরপর চাকু দিয়ে কিশোরীর গলা কেটে হত্যা করে মরদেহ রেখে পালিয়ে যান আসামি জিয়াউর রহমান। এ ঘটনায় নিহত কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জিয়াউরকে আসামি করে মামলা করেন। মামলাটি তদন্ত করে...
দোহারে চাষের জমিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: আসামির মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ১৬৯ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

জননিরাপত্তায় ২৪ ঘণ্টায় ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৬৩ মামলা দিয়েছে ডিএমপি। ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, রাতে ডিএমপির ৩৪০টি এবং দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট প্যাট্রোল টিম ৭৩টি ও হোন্ডা প্যাট্রোল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার...
রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মাদক, চাঁদাবাজি, প্রতারণা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) সংবাদমাধ্যমকে পাঠানো এক বার্তায় এ তথ্য দিয়েছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওই বার্তায় বলা হয়, রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ সোমবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন— সাদিম মৃধা (২৯), আল আমিন (৪০), আকাশ ওরফে পান্না (৩০), লিটন (৩৮), মোকাম্মেল (২২), কাল্লু (৩৫), রুবেল (৩০), আমিন (২৫), রফিক (২১), ইয়ামিন (১৯), আশিকুর (২৩), শাহিদুজ্জামান (৩৫) ও জুববায়ের (২৭)। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করেছে বলে জানিয়েছে পুলিশ। news24bd.tv/MR
এড়িয়ে চলুন ঢাকার ৬ এলাকা
অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা বর্তমানে দশম স্থানে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)-এ ১৪৯ স্কোর নিয়ে ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার এই তথ্য প্রকাশ করেছে। ঢাকার মধ্যে সবচেয়ে বেশি দূষিত বাতাস রয়েছে মার্কিন দূতাবাস এলাকায়। এরপর রয়েছে মিরপুর ইস্টার্ন হাউজিং, বেচারাম দেউড়ি, সাভারের হেমায়েতপুর, তেজগাঁওয়ের শান্তা ফোরাম ও কল্যাণপুর। এসব এলাকাতেও বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অর্থাৎ, এই ছয় এলাকা এড়িয়ে চলাই উত্তম। নতুবা ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে এবং খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। এছাড়া ধূলাবালি বেশি ঢুকলে অবশ্যই ঘরের জানালা বন্ধ রাখতে হবে। এদিকে, বিশ্বের সবচেয়ে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর