চৈত্র মাস এলেও বৃষ্টির দেখা মিলছে না। তবে আগামী তিনদিনে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এ সময় দিনের ও রাতের তাপমাত্রায় কিছুটা তারতম্য হতে পারে। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে প্রকাশিত এক আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে, যা দক্ষিণ বঙ্গোপসাগরের মৌসুমী লঘুচাপের সাথে যুক্ত। এই পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে দু-এক জায়গায় দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অপরদিকে, পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।...
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস
অনলাইন ডেস্ক

টেকনাফে ২ লাখ পিস ইয়াবা জব্দ
প্রেস বিজ্ঞপ্তি

কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা সীমান্তের নাফ নদীতে বিজিবি (বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী) একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) গোয়েন্দা সূত্রে তথ্য পেয়ে অভিযান চালিয়ে এসব ট্যাবলেট জব্দ করা হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী, লেদা সীমান্তের নাফ নদীর আলীখাল এলাকা দিয়ে মায়ানমার থেকে একটি বড় মাদক চালান বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে। এরপর, বিজিবির নৌ আভিযানিকদল সকাল ৬টা ২০ মিনিটে নাফ নদীর তীরবর্তী এলাকায় কৌশলগত অবস্থান নিয়ে অভিযান শুরু করে। এ সময় দুইজন ব্যক্তি নাফ নদীর বিপরীত তীর থেকে সাঁতরে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করার চেষ্টা করলে, বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। কিন্তু তারা নিজেদের রক্ষা করতে গিয়ে তাদের বহনকৃত দুটি প্লাস্টিকের বস্তা নদীতে ফেলে দেয়...
ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও লড়াই করব : শহিদুল ইসলাম বাবুল
অনলাইন ডেস্ক

কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ষড়যন্ত্র শেষ হয়নি। ওয়ান-ইলেভেনের কাহিনি কিন্তু ঘুরেফিরে এখনো চলছে। এসব ছলাকলা চলবে না। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক এলাকায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বরদাশত করা হবে না। হাসিনার বিরুদ্ধে যেমন লড়াই করেছি, প্রয়োজনে আবারও লড়াই করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। এ সময় তিনি ট্রেনিং জমা দিইনি বলে হুঁশিয়ারি দেন। আমরা বিএনপি পরিবার এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর কবিরের আয়োজনে বিএনপি নেতা মোস্তফা কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপি...
ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ২ বাংলাদেশি আটক
নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ২ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এছাড়া সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ, ভায়াগ্রা ও কীটনাশক উদ্ধার করে বিজিবি। মঙ্গলবার (১৮ মার্চ) মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন সাতক্ষীরার নরেন্দ্র নাথ মণ্ডলের ছেলে অরবিন্দ কুমার মণ্ডল (৬১) ও খুলনার ধীরেন্দ্র নাথ মণ্ডলের ছেলে সুকৃতি মণ্ডল (৩৮)। এতে বলা হয়, গত সোমবার রাত সাড়ে ৮টায় খোসালপুর বিওপির হাবিলদার সিকদার ইউনূসের নেতৃত্বে অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে আটক করে বিজিবি। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া মঙ্গলবার দুপুর ১২টায় মাধবখালী বিওপির সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ১১৪৪ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। এসময় ১০৭ বোতল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর