কিশোরগঞ্জে শেয়ালের কামড়ে আরাফ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে ঘটনাটি ঘটে। স্বজনরা জানান, ওই গ্রামের মো. লিংকন মিয়ার ১৯ মাস বয়সী একমাত্র শিশু সন্তান আরাফ বাবা-মায়ের সাথে ইফতার করে। এর একটু পরই শিশুটি ঘর থেকে বের হয়ে উঠানে আসলে একটি পাগলা শেয়াল তার গলায় কামড় দিয়ে জঙ্গলে নিয়ে যায়। আরও পড়ুন প্রকাশ্যে শাস্তির দাবি, আরমানকে নিয়ে পুলিশ-জনতার ধস্তাধস্তি ২০ মার্চ, ২০২৫ শিশুটির স্বজনরা তাকে উঠানে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। কিছুক্ষণ পর বাড়ির পাশে একটি জঙ্গল থেকে শিশুটির ক্ষত-বিক্ষত মরদেহ পান তারা। এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।...
শিশুটিকে টেনে নিয়ে যায় শেয়াল, অতপর...
অনলাইন ডেস্ক

প্রকাশ্যে শাস্তির দাবি, আরমানকে নিয়ে পুলিশ-জনতার ধস্তাধস্তি
অনলাইন ডেস্ক

প্রকাশ্যে শাস্তি দেওয়ার জন্য ধর্ষণচেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছে বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা। বুধবার (১৯ মার্চ) ইফতারির আগ মুহূর্তে যশোর কোতোয়ালি মডেল থানায় এ ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার বিকেলে যশোর শহরের খড়কি এলাকার এক রিকশা চালকের পাঁচ বছরের শিশু কন্যাকে তার বাড়িতেই ধর্ষণ চেষ্টা চালায় আরমান নামে এক যুবক। শিশুটির পিতা বাড়ি টের পেলে পালিয়ে যায় আরমান। আরও পড়ুন এবার ফেঁসে যাচ্ছেন চৌধুরী নাসিম ও ডা. আরজু ২০ মার্চ, ২০২৫ খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের চেষ্টাকারী মো. আরমানকে (১৮) গ্রেফতার করে থানায় নেয়। খবর পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রকাশ্যে বিচারের দাবিতে থানা ঘেরাও করে। একপর্যায়ে তারা আরমানকে...
এবার ফেঁসে যাচ্ছেন চৌধুরী নাসিম ও ডা. আরজু
অনলাইন ডেস্ক

ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও তার স্ত্রী ডা. জাহানারা আরজুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৯ মার্চ) দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বাদী হয়ে ফেনীর বিশেষ জজ আদালতে এ দুটি মামলা করেন। দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের আদালত পরিদর্শক মো. ইদ্রিস মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলায় আলাউদ্দিন নাসিমের বিরুদ্ধে ৭৪ কোটি ৫২ লাখ ১৭ হাজার ৭৫৭ টাকা ও তার স্ত্রী ডা. জাহানারা আরজুর বিরুদ্ধে ১২ কোটি ৪৭ লাখ ২৬ হাজার ১৮৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ১৯৮৬ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি ২৩ বছর পর ২০০৯ সালে যুগ্ম...
বাগেরহাটে ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার চাকুলী গ্রামে টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ১১বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শওকত শেখ (৫০) নামে এক ভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিকে বুধবার (১৯ মার্চ) দুপুরে বাগেরহাট আদালতে সোর্পদের পর বিচারক তাকে কারাগারে পাঠিয়েছে। ভ্যানচালক শওকত শেখ (৫০) উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের ইনছান উদ্দিন শেখের ছেলে। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুকে একা পেয়ে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে একটি ফাঁকা জায়গা ডেকে নিয়ে যায় ভ্যানচালক শওকত শেখ। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এলে দৌড়ে পালিয়ে যায় শওকত। মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে শওকত শেখকে গ্রেপ্তার করে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর